মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
দুদকের অভিযান

সোনালীর কর্মকর্তাসহ ৮ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন দুর্নীতির মামলায় সোনালী ব্যাংক কর্মকর্তাসহ ৮ আসামিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দিনভর দেশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকালই তাদের বিচারিক আদালতে হাজির করা হয়। বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

গ্রেফতারকৃতরা হলেন— ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ভাণ্ডার রক্ষক মো. সামসুল আলম, দিনাজপুরের বিরল উপজেলার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মতিউর রহমান মুন্সি, দিনাজপুরের খানসামা উপজেলার সাবেক উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাবিল উদ্দিন মৃধা। এ ছাড়া ভুয়া বিল তৈরি করে ৩ কোটি ২৭ লাখ ৯ হাজার ৮৫৬ টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের রামু উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুস সবুর, এফডিআরের টাকা আত্মসাৎ করার অভিযোগে সাবেক বগুড়া জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ শাহীনুর ইসলাম, সোনালী ব্যাংক কর্মকর্তা মো. আমজাদ হোসেন ও বগুড়ার কালাই উপজেলার মো. সিরাজুল ইসলাম মুন্সি।

সর্বশেষ খবর