মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
নারায়ণগঞ্জে সাত খুন

৯ জনের সাক্ষ্য ও জেরা শেষ, পরবর্তী শুনানি ২ মে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় দায়ের করা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী ২ মে নির্ধারণ করা হয়েছে। গতকাল সকাল ১০টা হতে দুপুর দেড়টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গ্রেফতারকৃত নূর হোসেনসহ ২৩ আসামির উপস্থিতিতে ৯ জনের সাক্ষ্য ও জেরা গ্রহণ শেষে এ তারিখ ধার্য করা হয়।

সাত খুনের ঘটনায় দুটি মামলা হয়েছিল। একটি মামলার বাদী বিজয় কুমার পাল হলেন নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের মেয়ে জামাতা ও অপর বাদী সেলিনা ইসলাম বিউটি হলেন নিহত নজরুল ইসলামের স্ত্রী। দুটি মামলাতেই অভিন্ন সাক্ষী ১২৭ জন করে। এ কারণে উভয় মামলার সাক্ষীদের একই সঙ্গে দুই মামলায় জেরা করা হয়। প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহূত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করা হয়। এ মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জন কারাগারে আটক রয়েছেন। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে এখনো ১২ জন পলাতক রয়েছেন।

সর্বশেষ খবর