Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ২০ মে, ২০১৬ ২৩:৫৪

নাট্যনিকেতনের উৎসবে ‘হইতে সাবধান’

সিরাজগঞ্জ প্রতিনিধি

নাট্যনিকেতনের উৎসবে ‘হইতে সাবধান’

নাট্যনিকেতনের যুগপূর্তি উপলক্ষে আট দিনব্যাপী নাট্য উৎসবের ষষ্ঠ দিন বৃহস্পতিবার রাতে ভাসানী মিলনায়তনে উদীচী সিরাজগঞ্জ জেলা সংসদের ‘হইতে সাবধান’ নাটক মঞ্চস্থ হয়েছে। নাটকটি নির্দেশনায় ছিলেন মঈনুল ইসলাম লিমন। এতে সমাজের চলমান নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে। সব অশুভ থেকে সাবধান হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নাট্য উৎসবকে কেন্দ্র করে সিরাজগঞ্জসহ আশপাশের কয়েকটি জেলার নাট্যকর্মী এবং দর্শকদের মিলনমেলা চলছে। প্রতিদিন সন্ধ্যার পর বিপুল দর্শকের সমাগম ঘটছে। নাট্যনিকেতনের সভাপতি দিলীপ কুমার গৌড় ও যুগ্ম সম্পাদক রিংকু কুণ্ডু জানান, শোষণ বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে নাট্য নিকেতন ৮ দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করেছে। নাট্য উৎসবে সিরাজগঞ্জ ছাড়াও ঢাকা, পাবনা ও বগুড়ার নাট্যদলের নাটক মঞ্চায়ন হচ্ছে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর