বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

আজ হবিগঞ্জের তিন ভাইয়ের রায়

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মহিবুর রহমান ওরফে বড় মিয়া, তার ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাতো ভাই আবদুর রাজ্জাকের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে আজ। গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার এ দিন ধার্য করে। এর আগে বিচার প্রক্রিয়া শেষে গত ১১ মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। ওই দিন এ মামলায় প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এ মামলার তিন আসামি গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তাদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামি পক্ষে ছিলেন আইনজীবী গোলাম কিবরিয়া, পারভেজ হোসেন ও এম মাসুদ রানা। এ মামলায় প্রসিকিউশনের পক্ষে ১২ জন এবং আসামি পক্ষে সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

গত বছরের ২৯ সেপ্টেম্বর চারটি ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই তিন ভাইয়ের বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২১ অক্টোবর। ২০০৯ সালে শহীদ মুক্তিযোদ্ধা আকল মিয়ার স্ত্রী ভিংরাজ বিবি হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই তিনজনসহ মোট ছয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন। পরে মামলাটি ট্রাইব্যুনালে পাঠানো হয়।

সর্বশেষ খবর