দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬৪ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ২৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মুগদা মেডিকেলে একজন, ঢাকা মেডিকেলে একজন, নরসিংদী সদর হাসপাতালে একজন, ময়মনসিংহ মেডিকেলে তিনজন, শেরেবাংলা মেডিকেলে একজন ও চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে একজন মারা গেছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৪ জন, ঢাকা বিভাগে ১২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮১ জন, খুলনা বিভাগে ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে সাতজন রয়েছেন।