শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

ফের বাড়ল সোনার দাম

মাত্র ১৬ দিনের ব্যবধানে আবারও পরিবর্তন করা হলো সোনার দাম। তবে এবার দাম বেড়েছে। চলতি বছর পাঁচবার দাম বৃদ্ধির পর গত মাসের শেষে সোনার দাম কমানো হয়। কিন্তু গতকাল আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার দাম বৃদ্ধির ঘোষণা দেয়। এর ফলে এখন থেকে ভালো মানের প্রতি ভরি সোনার দাম আগের তুলনায় এক হাজার ২২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে আগামীকাল শনিবার থেকে এই নতুন মূল্য কার্যকর হবে। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ গত ৩১ মে সোনার দাম ভরিতে দেড় হাজার টাকা কমানো হয়েছিল। নতুর দর অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬ গ্রাম) সোনার দাম ৪৭ হাজার ১২৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪৫ হাজার ২৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৩৮ হাজার ৬০৮ টাকায় বিক্রি হবে। এখন ভরিপ্রতি ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা, ১৮ ক্যারেট ৩৭ হাজার ৬১৬ টাকায় বিক্রি হয়। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াচ্ছে ২৬ হাজার ৮২৭ টাকা। বর্তমানে এর দাম ২৬ হাজার টাকা। সোনার সঙ্গে রুপার দামও বৃদ্ধি পাচ্ছে। প্রতি ভরি রুপা এখন বিক্রি হচ্ছে এক হাজার ১০৮ টাকায়। শনিবার থেকে তা বিক্রি হবে এক হাজার ১৬৬ টাকায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর