সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পবিত্র আশুরা ১২ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

আগামী ১২ অক্টোবর বাংলাদেশে পবিত্র আশুরা পালিত হবে। গতকাল দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ থেকে মহররম মাস গণনা শুরু হবে। মহররমের ১০ তারিখ সারা বিশ্বে পবিত্র আশুরা পালিত হয়। গতকাল ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। এতে বলা হয়, চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে মহররম মাস গণনা শুরু  হবে, আগামী ১০ মহররম ১২ অক্টোবর সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব সাইদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব আলফাজ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর আলম, ওয়াকফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুর রহমান সভায় উপস্থিত ছিলেন। মুসলিমদের কাছে কারবালার স্মৃতিবিজড়িত শোকের দিনটি বাংলাদেশে সরকারি ছুটি থাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর