অপেক্ষার প্রহর যেন ফুরাচ্ছে না কিছুতেই। ইতিমধ্যে পেরিয়ে গেছে সাড়ে চার বছর। কিন্তু এখনো সন্ধান মেলেনি বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর। গতকাল তার নিখোঁজের সাড়ে চার বছর পার হয়েছে। দীর্ঘ এই সময়ের মধ্যে ইলিয়াসের ভাগ্যে কী ঘটেছে, তিনি বেঁচে আছেন নাকি তার ভাগ্যে অন্য কিছু ঘটেছে— এমন প্রশ্নের উত্তর নেই কারও কাছে। তবুও সিলেট বিএনপির নেতা-কর্মীদের বিশ্বাস, ইলিয়াস আলী বেঁচে আছেন। সরকার আন্তরিক হলেই তাকে ফিরে পাওয়া সম্ভব। তাকে ফিরে পেতে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে মিলাদ ও দোয়া মাহফিল করেন তার অনুসারী নেতা-কর্মীরা। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলী। বিএনপির অন্যতম এই তুখোড় নেতার ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারা দেশ, ছড়িয়ে পড়ে আন্দোলন। ইলিয়াসের নিজ এলাকা বিশ্বনাথসহ গোটা সিলেট হয়ে ওঠে অগ্নিগর্ভ। আন্দোলনে প্রাণ হারান চারজন। ইলিয়াসের সন্ধান দাবিতে এখনো সিলেটে চলমান রয়েছে আন্দোলন। বিএনপি ও অঙ্গ-সংগঠন এবং ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ বিভিন্ন সময় ইলিয়াসের সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ এবং দোয়া ও মিলাদ মাহফিল করে যাচ্ছে। বিএনপি নেতা-কর্মীদের দাবি, ইলিয়াস আলী সরকারের হেফাজতেই আছেন। সরকার আন্তরিক হলেই ইলিয়াসকে ফিরে পাওয়া সম্ভব। ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল বলেন, ‘ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকেই আমরা দাবি করে আসছি, তিনি সরকারের হেফাজতে আছেন। বিএনপি নেতা-কর্মীরা এবং সিলেটবাসী মনে করেন, ইলিয়াস একদিন ফিরে আসবেন। তার সন্ধান দাবিতে যে আন্দোলন তা অব্যাহত রয়েছে, আগামীতেও চলমান থাকবে।’ এদিকে ভারতবিরোধী অবস্থানের কারণেই ইলিয়াস আলীকে গুম করে রাখা হয়েছে বলে মন্তব্য সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের। তিনি বলেন, ‘একজন জাতীয় নেতাকে যদি এভাবে গুম করে রাখা হয়, তাহলে এ দেশের কোথায় গণতন্ত্র-মানবাধিকার। ইলিয়াসকে ফিরিয়ে দেওয়ার দাবি শুধু বিএনপিরই নয়, এ দাবি গোটা বাংলাদেশের মানুষের।’ সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, ‘ইলিয়াস আলী সিলেটের অত্যন্ত জনপ্রিয় নেতা। তাকে সরকার গুম করে রেখেছে বলে আমরা মনে করি। আমরা আশাবাদী তাকে আমাদের মাঝে আবারও ফিরে পাব। তার নিখোঁজের সাড়ে চার বছর পূর্তি উপলক্ষে আরও একবার আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, তাকে যেন ফিরিয়ে দেওয়া হয়।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ