অপেক্ষার প্রহর যেন ফুরাচ্ছে না কিছুতেই। ইতিমধ্যে পেরিয়ে গেছে সাড়ে চার বছর। কিন্তু এখনো সন্ধান মেলেনি বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর। গতকাল তার নিখোঁজের সাড়ে চার বছর পার হয়েছে। দীর্ঘ এই সময়ের মধ্যে ইলিয়াসের ভাগ্যে কী ঘটেছে, তিনি বেঁচে আছেন নাকি তার ভাগ্যে অন্য কিছু ঘটেছে— এমন প্রশ্নের উত্তর নেই কারও কাছে। তবুও সিলেট বিএনপির নেতা-কর্মীদের বিশ্বাস, ইলিয়াস আলী বেঁচে আছেন। সরকার আন্তরিক হলেই তাকে ফিরে পাওয়া সম্ভব। তাকে ফিরে পেতে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে মিলাদ ও দোয়া মাহফিল করেন তার অনুসারী নেতা-কর্মীরা। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলী। বিএনপির অন্যতম এই তুখোড় নেতার ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারা দেশ, ছড়িয়ে পড়ে আন্দোলন। ইলিয়াসের নিজ এলাকা বিশ্বনাথসহ গোটা সিলেট হয়ে ওঠে অগ্নিগর্ভ। আন্দোলনে প্রাণ হারান চারজন। ইলিয়াসের সন্ধান দাবিতে এখনো সিলেটে চলমান রয়েছে আন্দোলন। বিএনপি ও অঙ্গ-সংগঠন এবং ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ বিভিন্ন সময় ইলিয়াসের সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ এবং দোয়া ও মিলাদ মাহফিল করে যাচ্ছে। বিএনপি নেতা-কর্মীদের দাবি, ইলিয়াস আলী সরকারের হেফাজতেই আছেন। সরকার আন্তরিক হলেই ইলিয়াসকে ফিরে পাওয়া সম্ভব। ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল বলেন, ‘ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকেই আমরা দাবি করে আসছি, তিনি সরকারের হেফাজতে আছেন। বিএনপি নেতা-কর্মীরা এবং সিলেটবাসী মনে করেন, ইলিয়াস একদিন ফিরে আসবেন। তার সন্ধান দাবিতে যে আন্দোলন তা অব্যাহত রয়েছে, আগামীতেও চলমান থাকবে।’ এদিকে ভারতবিরোধী অবস্থানের কারণেই ইলিয়াস আলীকে গুম করে রাখা হয়েছে বলে মন্তব্য সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের। তিনি বলেন, ‘একজন জাতীয় নেতাকে যদি এভাবে গুম করে রাখা হয়, তাহলে এ দেশের কোথায় গণতন্ত্র-মানবাধিকার। ইলিয়াসকে ফিরিয়ে দেওয়ার দাবি শুধু বিএনপিরই নয়, এ দাবি গোটা বাংলাদেশের মানুষের।’ সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, ‘ইলিয়াস আলী সিলেটের অত্যন্ত জনপ্রিয় নেতা। তাকে সরকার গুম করে রেখেছে বলে আমরা মনে করি। আমরা আশাবাদী তাকে আমাদের মাঝে আবারও ফিরে পাব। তার নিখোঁজের সাড়ে চার বছর পূর্তি উপলক্ষে আরও একবার আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, তাকে যেন ফিরিয়ে দেওয়া হয়।’
শিরোনাম
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
নিখোঁজের সাড়ে চার বছর
ইলিয়াসের অপেক্ষায় সিলেট বিএনপি
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর