অপেক্ষার প্রহর যেন ফুরাচ্ছে না কিছুতেই। ইতিমধ্যে পেরিয়ে গেছে সাড়ে চার বছর। কিন্তু এখনো সন্ধান মেলেনি বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর। গতকাল তার নিখোঁজের সাড়ে চার বছর পার হয়েছে। দীর্ঘ এই সময়ের মধ্যে ইলিয়াসের ভাগ্যে কী ঘটেছে, তিনি বেঁচে আছেন নাকি তার ভাগ্যে অন্য কিছু ঘটেছে— এমন প্রশ্নের উত্তর নেই কারও কাছে। তবুও সিলেট বিএনপির নেতা-কর্মীদের বিশ্বাস, ইলিয়াস আলী বেঁচে আছেন। সরকার আন্তরিক হলেই তাকে ফিরে পাওয়া সম্ভব। তাকে ফিরে পেতে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে মিলাদ ও দোয়া মাহফিল করেন তার অনুসারী নেতা-কর্মীরা। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলী। বিএনপির অন্যতম এই তুখোড় নেতার ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারা দেশ, ছড়িয়ে পড়ে আন্দোলন। ইলিয়াসের নিজ এলাকা বিশ্বনাথসহ গোটা সিলেট হয়ে ওঠে অগ্নিগর্ভ। আন্দোলনে প্রাণ হারান চারজন। ইলিয়াসের সন্ধান দাবিতে এখনো সিলেটে চলমান রয়েছে আন্দোলন। বিএনপি ও অঙ্গ-সংগঠন এবং ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ বিভিন্ন সময় ইলিয়াসের সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ এবং দোয়া ও মিলাদ মাহফিল করে যাচ্ছে। বিএনপি নেতা-কর্মীদের দাবি, ইলিয়াস আলী সরকারের হেফাজতেই আছেন। সরকার আন্তরিক হলেই ইলিয়াসকে ফিরে পাওয়া সম্ভব। ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল বলেন, ‘ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকেই আমরা দাবি করে আসছি, তিনি সরকারের হেফাজতে আছেন। বিএনপি নেতা-কর্মীরা এবং সিলেটবাসী মনে করেন, ইলিয়াস একদিন ফিরে আসবেন। তার সন্ধান দাবিতে যে আন্দোলন তা অব্যাহত রয়েছে, আগামীতেও চলমান থাকবে।’ এদিকে ভারতবিরোধী অবস্থানের কারণেই ইলিয়াস আলীকে গুম করে রাখা হয়েছে বলে মন্তব্য সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের। তিনি বলেন, ‘একজন জাতীয় নেতাকে যদি এভাবে গুম করে রাখা হয়, তাহলে এ দেশের কোথায় গণতন্ত্র-মানবাধিকার। ইলিয়াসকে ফিরিয়ে দেওয়ার দাবি শুধু বিএনপিরই নয়, এ দাবি গোটা বাংলাদেশের মানুষের।’ সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, ‘ইলিয়াস আলী সিলেটের অত্যন্ত জনপ্রিয় নেতা। তাকে সরকার গুম করে রেখেছে বলে আমরা মনে করি। আমরা আশাবাদী তাকে আমাদের মাঝে আবারও ফিরে পাব। তার নিখোঁজের সাড়ে চার বছর পূর্তি উপলক্ষে আরও একবার আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, তাকে যেন ফিরিয়ে দেওয়া হয়।’
শিরোনাম
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি