অপেক্ষার প্রহর যেন ফুরাচ্ছে না কিছুতেই। ইতিমধ্যে পেরিয়ে গেছে সাড়ে চার বছর। কিন্তু এখনো সন্ধান মেলেনি বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর। গতকাল তার নিখোঁজের সাড়ে চার বছর পার হয়েছে। দীর্ঘ এই সময়ের মধ্যে ইলিয়াসের ভাগ্যে কী ঘটেছে, তিনি বেঁচে আছেন নাকি তার ভাগ্যে অন্য কিছু ঘটেছে— এমন প্রশ্নের উত্তর নেই কারও কাছে। তবুও সিলেট বিএনপির নেতা-কর্মীদের বিশ্বাস, ইলিয়াস আলী বেঁচে আছেন। সরকার আন্তরিক হলেই তাকে ফিরে পাওয়া সম্ভব। তাকে ফিরে পেতে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে মিলাদ ও দোয়া মাহফিল করেন তার অনুসারী নেতা-কর্মীরা। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলী। বিএনপির অন্যতম এই তুখোড় নেতার ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারা দেশ, ছড়িয়ে পড়ে আন্দোলন। ইলিয়াসের নিজ এলাকা বিশ্বনাথসহ গোটা সিলেট হয়ে ওঠে অগ্নিগর্ভ। আন্দোলনে প্রাণ হারান চারজন। ইলিয়াসের সন্ধান দাবিতে এখনো সিলেটে চলমান রয়েছে আন্দোলন। বিএনপি ও অঙ্গ-সংগঠন এবং ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ বিভিন্ন সময় ইলিয়াসের সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ এবং দোয়া ও মিলাদ মাহফিল করে যাচ্ছে। বিএনপি নেতা-কর্মীদের দাবি, ইলিয়াস আলী সরকারের হেফাজতেই আছেন। সরকার আন্তরিক হলেই ইলিয়াসকে ফিরে পাওয়া সম্ভব। ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল বলেন, ‘ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকেই আমরা দাবি করে আসছি, তিনি সরকারের হেফাজতে আছেন। বিএনপি নেতা-কর্মীরা এবং সিলেটবাসী মনে করেন, ইলিয়াস একদিন ফিরে আসবেন। তার সন্ধান দাবিতে যে আন্দোলন তা অব্যাহত রয়েছে, আগামীতেও চলমান থাকবে।’ এদিকে ভারতবিরোধী অবস্থানের কারণেই ইলিয়াস আলীকে গুম করে রাখা হয়েছে বলে মন্তব্য সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের। তিনি বলেন, ‘একজন জাতীয় নেতাকে যদি এভাবে গুম করে রাখা হয়, তাহলে এ দেশের কোথায় গণতন্ত্র-মানবাধিকার। ইলিয়াসকে ফিরিয়ে দেওয়ার দাবি শুধু বিএনপিরই নয়, এ দাবি গোটা বাংলাদেশের মানুষের।’ সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, ‘ইলিয়াস আলী সিলেটের অত্যন্ত জনপ্রিয় নেতা। তাকে সরকার গুম করে রেখেছে বলে আমরা মনে করি। আমরা আশাবাদী তাকে আমাদের মাঝে আবারও ফিরে পাব। তার নিখোঁজের সাড়ে চার বছর পূর্তি উপলক্ষে আরও একবার আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, তাকে যেন ফিরিয়ে দেওয়া হয়।’
শিরোনাম
- সেই ফারিয়াসহ তিনজন কারাগারে
- মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ৩ বাংলাদেশি আলেম
- জাকের-শামিমের লড়াকু ইনিংসও রক্ষা করতে পারলো না বাংলাদেশকে
- শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
- এমবাপের জোড়া গোল, রিয়াল মাদ্রিদের চতুর্থ টানা জয়
- বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই
- ওমানে দেওয়াল ধসে ফটিকছড়ির ঠিকাদারের মৃত্যু
- নিজের দেশে ফিরে যাও: যুক্তরাজ্যে শিখ নারীকে ধর্ষণের পর বর্ণবাদী মন্তব্য
- যারা নির্বাচিত হননি তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: জিএস মাজহারুল
- ‘কুলি’তে ক্যামিও নিয়ে সমালোচনার অভিযোগ অস্বীকার আমিরের
- গেরিলা প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি আওয়ামী লীগ নেতার
- নতুন কোনো ফ্যাসিবাদকে শিকড় গাড়তে দেওয়া হবে না: মামুনুল হক
- জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই জিতু?
- নাইক্ষ্যংছড়িতে এসিড নিক্ষেপ: গৃহবধূর মৃত্যু
- কুষ্টিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলার আয়োজন
- জেলা প্রশাসনের সহকারীরা সূর্যের মতো কাজ করে: চট্টগ্রাম ডিসি
- সাংবাদিক জাকারিয়া চৌধুরীর পিতার দাফন সম্পন্ন
- সুন্দরবনে নদীর স্রোতে ভেসে গেল মাদরাসা ছাত্র
- ফাজিল পরীক্ষার ফল সোমবার
- দিনাজপুরে স্পীড ব্রিডিং কর্মশালা: অতিদ্রুত গমের জাত উদ্ভাবনে নতুন দিগন্ত
নিখোঁজের সাড়ে চার বছর
ইলিয়াসের অপেক্ষায় সিলেট বিএনপি
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উত্তজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম