অপেক্ষার প্রহর যেন ফুরাচ্ছে না কিছুতেই। ইতিমধ্যে পেরিয়ে গেছে সাড়ে চার বছর। কিন্তু এখনো সন্ধান মেলেনি বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর। গতকাল তার নিখোঁজের সাড়ে চার বছর পার হয়েছে। দীর্ঘ এই সময়ের মধ্যে ইলিয়াসের ভাগ্যে কী ঘটেছে, তিনি বেঁচে আছেন নাকি তার ভাগ্যে অন্য কিছু ঘটেছে— এমন প্রশ্নের উত্তর নেই কারও কাছে। তবুও সিলেট বিএনপির নেতা-কর্মীদের বিশ্বাস, ইলিয়াস আলী বেঁচে আছেন। সরকার আন্তরিক হলেই তাকে ফিরে পাওয়া সম্ভব। তাকে ফিরে পেতে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে মিলাদ ও দোয়া মাহফিল করেন তার অনুসারী নেতা-কর্মীরা। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলী। বিএনপির অন্যতম এই তুখোড় নেতার ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারা দেশ, ছড়িয়ে পড়ে আন্দোলন। ইলিয়াসের নিজ এলাকা বিশ্বনাথসহ গোটা সিলেট হয়ে ওঠে অগ্নিগর্ভ। আন্দোলনে প্রাণ হারান চারজন। ইলিয়াসের সন্ধান দাবিতে এখনো সিলেটে চলমান রয়েছে আন্দোলন। বিএনপি ও অঙ্গ-সংগঠন এবং ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ বিভিন্ন সময় ইলিয়াসের সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ এবং দোয়া ও মিলাদ মাহফিল করে যাচ্ছে। বিএনপি নেতা-কর্মীদের দাবি, ইলিয়াস আলী সরকারের হেফাজতেই আছেন। সরকার আন্তরিক হলেই ইলিয়াসকে ফিরে পাওয়া সম্ভব। ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল বলেন, ‘ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকেই আমরা দাবি করে আসছি, তিনি সরকারের হেফাজতে আছেন। বিএনপি নেতা-কর্মীরা এবং সিলেটবাসী মনে করেন, ইলিয়াস একদিন ফিরে আসবেন। তার সন্ধান দাবিতে যে আন্দোলন তা অব্যাহত রয়েছে, আগামীতেও চলমান থাকবে।’ এদিকে ভারতবিরোধী অবস্থানের কারণেই ইলিয়াস আলীকে গুম করে রাখা হয়েছে বলে মন্তব্য সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের। তিনি বলেন, ‘একজন জাতীয় নেতাকে যদি এভাবে গুম করে রাখা হয়, তাহলে এ দেশের কোথায় গণতন্ত্র-মানবাধিকার। ইলিয়াসকে ফিরিয়ে দেওয়ার দাবি শুধু বিএনপিরই নয়, এ দাবি গোটা বাংলাদেশের মানুষের।’ সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, ‘ইলিয়াস আলী সিলেটের অত্যন্ত জনপ্রিয় নেতা। তাকে সরকার গুম করে রেখেছে বলে আমরা মনে করি। আমরা আশাবাদী তাকে আমাদের মাঝে আবারও ফিরে পাব। তার নিখোঁজের সাড়ে চার বছর পূর্তি উপলক্ষে আরও একবার আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, তাকে যেন ফিরিয়ে দেওয়া হয়।’
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
নিখোঁজের সাড়ে চার বছর
ইলিয়াসের অপেক্ষায় সিলেট বিএনপি
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর