মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পানিতে ডুবে প্রাণ গেল ছয় শিশুর

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পানিতে ডুবে দুই ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হলো কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামের জয়নাল মণ্ডলের মেয়ে রিয়া খাতুন (১০) ও ছেলে নীরব (৯), চাচাতো ভাই লোনি মণ্ডলের ছেলে মুরাদ (৯) এবং সদর উপজেলার বাড়িবাথান গ্রামের চরপাড়ার সুজন বিশ্বাসের দেড় বছরের ছেলে রিপন। এছাড়া সিরাজগঞ্জ ও ভাঙ্গায় একই ভাবে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। কোটচাঁদপুর থানার সাব ইন্সপেক্টর রাজ কিশোর পাল জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুই ভাই-বোন রিয়া ও নীরব চাচাতো ভাই মুরাদ ও সুমাইয়া নামে একজন খেলার সাথীকে নিয়ে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় রিয়া, নীরব ও মুরাদ পুকুরে একটি ভেলা নিয়ে চড়ে বেড়াচ্ছিল। একপর্যায়ে ভেলাটি উল্টে গেলে তারা তলিয়ে যায়। তাদের দেখতে না পেয়ে সুমাইয়া বাড়ি এসে খবর দেয়। বাড়ির লোকজন ও স্থানীয়রা গিয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর তাদের লাশ ভেসে ওঠে। তিন শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, দুপুর ১টার দিকে সদর উপজেলার বাড়িবাথান চরপাড়ায় খালের পানিতে ডুবে শিশু রিপনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ : বেলকুচিতে পানিতে ডুবে লাবিব (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মুকুন্দগাতী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। লাবিব মুকুন্দগাতী দক্ষিণপাড়ার মিজানুর রহমানের ছেলে। ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী মহল্লায় ডোবার পানিতে ডুবে গতকাল শাওন মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শাওন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের মাইক্রোচালক সোহেল মিয়ার একমাত্র ছেলে।

 

সর্বশেষ খবর