শুধু আওয়ামী লীগের সম্মেলন নয়, এ যেন উন্নয়ন ও অর্জনের প্রামাণ্য দলিল। দলের সম্মেলন উপলক্ষে ঢাকার বিভিন্ন সড়কে বড় বড় বিলবোর্ডে তুলে ধরা হয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নানা উন্নয়ন ও অর্জন। ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের সচিত্র তথ্য তুলে ধরে সাজানো হয়েছে পুরো রাজধানী। এই সময়ের মধ্যে বিভিন্ন সূচকে বাংলাদেশের উন্নতি, দারিদ্র্য বিমোচন, ১০ টাকায় চাল, সামাজিক নিরপত্তার বিভিন্ন কর্মসূচি, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন তথ্যের চিত্র তুলে ধরা হয়েছে এসব বিলবোর্ডে। আছে প্রধানমন্ত্রীর বিভিন্ন অর্জন। ২০১০ সালে শিশুমৃত্যু হ্রাস-সংক্রান্ত অবদানে প্রধানমন্ত্রীর এমডিজি অ্যাওয়ার্ড, ২০১১ সালে শিক্ষাক্ষেত্রে প্যারিসের ডাউফিন ইউনিভার্সিটির স্বর্ণপদক, ২০১১ সালে সাউথ সাউথ পদক লাভ, গ্লোবাল ডাইভারসিটি পুরস্কার, ২০১২ সালে কালচারাল ডাইভারসিটি পদক লাভ, ২০১৩ সালে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক দারিদ্র্য, অপুষ্টি দূর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় বাংলাদেশের ডিপ্লোমা অ্যাওয়ার্ড পদক লাভ, ২০১৩ সালে সাউথ সাউথ অ্যাওয়ার্ড, ২০১৪ সালে ইউনেস্কো কর্তৃক শান্তির বৃক্ষ (ট্রি অব পিস) স্মারক উপহার, ২০১৫ সালে ডিজিটাল বাংলাদেশ গঠন ও তথ্যপ্রযুক্তির উন্নয়নে আইটিইউ পুরস্কার, প্রভাবশালী নেতৃত্ব হিসেবে বিশ্বের অনন্য স্থানে উঠে আসাসহ সব ধরনের অর্জন তুলে ধরে সাজানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে তুলে ধরা হয়েছে দেশের উন্নয়ন ও অর্জনের এমন চিত্র। ২০১৫ সালে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সুদূরপ্রসারী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পদক, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের একজন, নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানে ২০১৬ সালে জাতিসংঘের ইউএন উইমেনের প্লানেট ফিফটি-ফিফটি চ্যাম্পিয়ন সম্মাননা এবং গ্লোবাল পার্টনারশিপ ফোরামের এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড অর্জনের বিস্তারিত তুলে ধরে সাজানো হয়েছে সম্মেলনস্থল। এ সময় পরিবর্তন হয়েছে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা। তৈরি করা হয়েছে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার, নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে। বিদ্যুৎ, বন্দর উন্নয়নে এ সময় তৈরি হয়েছে মাতারবাড়ী, রূপপুর বিদ্যুৎ প্রকল্প, পায়রা সমুদ্রবন্দর। এসব প্রকল্পের বিশাল পোস্টারে ছেয়ে গেছে রাজপথের মোড়গুলো।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ