শুধু আওয়ামী লীগের সম্মেলন নয়, এ যেন উন্নয়ন ও অর্জনের প্রামাণ্য দলিল। দলের সম্মেলন উপলক্ষে ঢাকার বিভিন্ন সড়কে বড় বড় বিলবোর্ডে তুলে ধরা হয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নানা উন্নয়ন ও অর্জন। ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের সচিত্র তথ্য তুলে ধরে সাজানো হয়েছে পুরো রাজধানী। এই সময়ের মধ্যে বিভিন্ন সূচকে বাংলাদেশের উন্নতি, দারিদ্র্য বিমোচন, ১০ টাকায় চাল, সামাজিক নিরপত্তার বিভিন্ন কর্মসূচি, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন তথ্যের চিত্র তুলে ধরা হয়েছে এসব বিলবোর্ডে। আছে প্রধানমন্ত্রীর বিভিন্ন অর্জন। ২০১০ সালে শিশুমৃত্যু হ্রাস-সংক্রান্ত অবদানে প্রধানমন্ত্রীর এমডিজি অ্যাওয়ার্ড, ২০১১ সালে শিক্ষাক্ষেত্রে প্যারিসের ডাউফিন ইউনিভার্সিটির স্বর্ণপদক, ২০১১ সালে সাউথ সাউথ পদক লাভ, গ্লোবাল ডাইভারসিটি পুরস্কার, ২০১২ সালে কালচারাল ডাইভারসিটি পদক লাভ, ২০১৩ সালে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক দারিদ্র্য, অপুষ্টি দূর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় বাংলাদেশের ডিপ্লোমা অ্যাওয়ার্ড পদক লাভ, ২০১৩ সালে সাউথ সাউথ অ্যাওয়ার্ড, ২০১৪ সালে ইউনেস্কো কর্তৃক শান্তির বৃক্ষ (ট্রি অব পিস) স্মারক উপহার, ২০১৫ সালে ডিজিটাল বাংলাদেশ গঠন ও তথ্যপ্রযুক্তির উন্নয়নে আইটিইউ পুরস্কার, প্রভাবশালী নেতৃত্ব হিসেবে বিশ্বের অনন্য স্থানে উঠে আসাসহ সব ধরনের অর্জন তুলে ধরে সাজানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে তুলে ধরা হয়েছে দেশের উন্নয়ন ও অর্জনের এমন চিত্র। ২০১৫ সালে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সুদূরপ্রসারী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পদক, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের একজন, নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানে ২০১৬ সালে জাতিসংঘের ইউএন উইমেনের প্লানেট ফিফটি-ফিফটি চ্যাম্পিয়ন সম্মাননা এবং গ্লোবাল পার্টনারশিপ ফোরামের এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড অর্জনের বিস্তারিত তুলে ধরে সাজানো হয়েছে সম্মেলনস্থল। এ সময় পরিবর্তন হয়েছে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা। তৈরি করা হয়েছে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার, নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে। বিদ্যুৎ, বন্দর উন্নয়নে এ সময় তৈরি হয়েছে মাতারবাড়ী, রূপপুর বিদ্যুৎ প্রকল্প, পায়রা সমুদ্রবন্দর। এসব প্রকল্পের বিশাল পোস্টারে ছেয়ে গেছে রাজপথের মোড়গুলো।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ