কখনো তিনি দানবীর, কখনো শিল্পপতি। রাগীব আলীর বিশেষণের বাহার অবাক করার মতোই। টাকার গরমে আইনকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন তিনি। পালিয়েছিলেন দেশ ছেড়ে। কিন্তু ভারতকে নিরাপদ মনে করে সে দেশে পালিয়ে গেলেও শেষরক্ষা হয়নি তার। মুক্তিযুদ্ধে নিজের ভূমিকার কারণে বিতর্কিত এই কথিত দানবীরকে গতকাল ভারতের ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। সেখান থেকে দেশে পাঠানোর পর তার ঠাঁই হয়েছে কারাগারে। দেবোত্তর সম্পত্তিতে গড়ে ওঠা তারাপুর চা-বাগান জালিয়াতি ও আত্মসাতের দুই মামলায় ১০ আগস্ট রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, মেয়ে রুজিনা কাদির, জামাতা আবদুল কাদির, আত্মীয় মোস্তাক মজিদ ও বাগানের সেবায়েত পঙ্কজ গুপ্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওই দিনই সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী। ১০ নভেম্বর রাগীব আলীর ভিসার মেয়ার শেষ হয়ে যায়। গতকাল সকালে তিনি করিমগঞ্জ ইমিগ্রেশনে ভিসার মেয়াদ বাড়াতে গেলে অবৈধভাবে ভারতে অবস্থানের দায়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশ তাকে আসাম পুলিশে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষ করে গতকাল বিকালে ভারতীয় কর্তৃপক্ষ তাকে সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশ পুলিশে হস্তান্তর করে। সন্ধ্যায় রাগীব আলীকে সিলেট আদালতে নিয়ে আসা হলে সেখানে গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ ভিড় করেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জামিনের আবেদন জানানো হলে বিচারক উম্মে সরাবন তহুরা নামঞ্জুর করে কারাগারে পাঠান। এর আগে ১২ নভেম্বর ভারত থেকে ফেরার পথে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ রাগীব আলীর ছেলে আবদুল হাইকে গ্রেফতার করে। তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন। এ ছাড়া প্রতারণা, জালিয়াতি ও আত্মসাতের দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন রাগীব আলীর মেয়ে রুজিনা কাদির ও জামাতা আবদুল কাদির।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত