কখনো তিনি দানবীর, কখনো শিল্পপতি। রাগীব আলীর বিশেষণের বাহার অবাক করার মতোই। টাকার গরমে আইনকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন তিনি। পালিয়েছিলেন দেশ ছেড়ে। কিন্তু ভারতকে নিরাপদ মনে করে সে দেশে পালিয়ে গেলেও শেষরক্ষা হয়নি তার। মুক্তিযুদ্ধে নিজের ভূমিকার কারণে বিতর্কিত এই কথিত দানবীরকে গতকাল ভারতের ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। সেখান থেকে দেশে পাঠানোর পর তার ঠাঁই হয়েছে কারাগারে। দেবোত্তর সম্পত্তিতে গড়ে ওঠা তারাপুর চা-বাগান জালিয়াতি ও আত্মসাতের দুই মামলায় ১০ আগস্ট রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, মেয়ে রুজিনা কাদির, জামাতা আবদুল কাদির, আত্মীয় মোস্তাক মজিদ ও বাগানের সেবায়েত পঙ্কজ গুপ্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওই দিনই সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী। ১০ নভেম্বর রাগীব আলীর ভিসার মেয়ার শেষ হয়ে যায়। গতকাল সকালে তিনি করিমগঞ্জ ইমিগ্রেশনে ভিসার মেয়াদ বাড়াতে গেলে অবৈধভাবে ভারতে অবস্থানের দায়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশ তাকে আসাম পুলিশে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষ করে গতকাল বিকালে ভারতীয় কর্তৃপক্ষ তাকে সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশ পুলিশে হস্তান্তর করে। সন্ধ্যায় রাগীব আলীকে সিলেট আদালতে নিয়ে আসা হলে সেখানে গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ ভিড় করেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জামিনের আবেদন জানানো হলে বিচারক উম্মে সরাবন তহুরা নামঞ্জুর করে কারাগারে পাঠান। এর আগে ১২ নভেম্বর ভারত থেকে ফেরার পথে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ রাগীব আলীর ছেলে আবদুল হাইকে গ্রেফতার করে। তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন। এ ছাড়া প্রতারণা, জালিয়াতি ও আত্মসাতের দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন রাগীব আলীর মেয়ে রুজিনা কাদির ও জামাতা আবদুল কাদির।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
ভারতে আটক রাগীব আলী বাংলাদেশের কারাগারে
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর