কখনো তিনি দানবীর, কখনো শিল্পপতি। রাগীব আলীর বিশেষণের বাহার অবাক করার মতোই। টাকার গরমে আইনকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন তিনি। পালিয়েছিলেন দেশ ছেড়ে। কিন্তু ভারতকে নিরাপদ মনে করে সে দেশে পালিয়ে গেলেও শেষরক্ষা হয়নি তার। মুক্তিযুদ্ধে নিজের ভূমিকার কারণে বিতর্কিত এই কথিত দানবীরকে গতকাল ভারতের ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। সেখান থেকে দেশে পাঠানোর পর তার ঠাঁই হয়েছে কারাগারে। দেবোত্তর সম্পত্তিতে গড়ে ওঠা তারাপুর চা-বাগান জালিয়াতি ও আত্মসাতের দুই মামলায় ১০ আগস্ট রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, মেয়ে রুজিনা কাদির, জামাতা আবদুল কাদির, আত্মীয় মোস্তাক মজিদ ও বাগানের সেবায়েত পঙ্কজ গুপ্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওই দিনই সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী। ১০ নভেম্বর রাগীব আলীর ভিসার মেয়ার শেষ হয়ে যায়। গতকাল সকালে তিনি করিমগঞ্জ ইমিগ্রেশনে ভিসার মেয়াদ বাড়াতে গেলে অবৈধভাবে ভারতে অবস্থানের দায়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশ তাকে আসাম পুলিশে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষ করে গতকাল বিকালে ভারতীয় কর্তৃপক্ষ তাকে সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশ পুলিশে হস্তান্তর করে। সন্ধ্যায় রাগীব আলীকে সিলেট আদালতে নিয়ে আসা হলে সেখানে গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ ভিড় করেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জামিনের আবেদন জানানো হলে বিচারক উম্মে সরাবন তহুরা নামঞ্জুর করে কারাগারে পাঠান। এর আগে ১২ নভেম্বর ভারত থেকে ফেরার পথে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ রাগীব আলীর ছেলে আবদুল হাইকে গ্রেফতার করে। তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন। এ ছাড়া প্রতারণা, জালিয়াতি ও আত্মসাতের দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন রাগীব আলীর মেয়ে রুজিনা কাদির ও জামাতা আবদুল কাদির।
শিরোনাম
- কারাগারে আবুল বারকাত
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন