কখনো তিনি দানবীর, কখনো শিল্পপতি। রাগীব আলীর বিশেষণের বাহার অবাক করার মতোই। টাকার গরমে আইনকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন তিনি। পালিয়েছিলেন দেশ ছেড়ে। কিন্তু ভারতকে নিরাপদ মনে করে সে দেশে পালিয়ে গেলেও শেষরক্ষা হয়নি তার। মুক্তিযুদ্ধে নিজের ভূমিকার কারণে বিতর্কিত এই কথিত দানবীরকে গতকাল ভারতের ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। সেখান থেকে দেশে পাঠানোর পর তার ঠাঁই হয়েছে কারাগারে। দেবোত্তর সম্পত্তিতে গড়ে ওঠা তারাপুর চা-বাগান জালিয়াতি ও আত্মসাতের দুই মামলায় ১০ আগস্ট রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, মেয়ে রুজিনা কাদির, জামাতা আবদুল কাদির, আত্মীয় মোস্তাক মজিদ ও বাগানের সেবায়েত পঙ্কজ গুপ্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওই দিনই সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী। ১০ নভেম্বর রাগীব আলীর ভিসার মেয়ার শেষ হয়ে যায়। গতকাল সকালে তিনি করিমগঞ্জ ইমিগ্রেশনে ভিসার মেয়াদ বাড়াতে গেলে অবৈধভাবে ভারতে অবস্থানের দায়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশ তাকে আসাম পুলিশে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষ করে গতকাল বিকালে ভারতীয় কর্তৃপক্ষ তাকে সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশ পুলিশে হস্তান্তর করে। সন্ধ্যায় রাগীব আলীকে সিলেট আদালতে নিয়ে আসা হলে সেখানে গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ ভিড় করেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জামিনের আবেদন জানানো হলে বিচারক উম্মে সরাবন তহুরা নামঞ্জুর করে কারাগারে পাঠান। এর আগে ১২ নভেম্বর ভারত থেকে ফেরার পথে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ রাগীব আলীর ছেলে আবদুল হাইকে গ্রেফতার করে। তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন। এ ছাড়া প্রতারণা, জালিয়াতি ও আত্মসাতের দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন রাগীব আলীর মেয়ে রুজিনা কাদির ও জামাতা আবদুল কাদির।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা