কখনো তিনি দানবীর, কখনো শিল্পপতি। রাগীব আলীর বিশেষণের বাহার অবাক করার মতোই। টাকার গরমে আইনকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন তিনি। পালিয়েছিলেন দেশ ছেড়ে। কিন্তু ভারতকে নিরাপদ মনে করে সে দেশে পালিয়ে গেলেও শেষরক্ষা হয়নি তার। মুক্তিযুদ্ধে নিজের ভূমিকার কারণে বিতর্কিত এই কথিত দানবীরকে গতকাল ভারতের ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। সেখান থেকে দেশে পাঠানোর পর তার ঠাঁই হয়েছে কারাগারে। দেবোত্তর সম্পত্তিতে গড়ে ওঠা তারাপুর চা-বাগান জালিয়াতি ও আত্মসাতের দুই মামলায় ১০ আগস্ট রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, মেয়ে রুজিনা কাদির, জামাতা আবদুল কাদির, আত্মীয় মোস্তাক মজিদ ও বাগানের সেবায়েত পঙ্কজ গুপ্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওই দিনই সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী। ১০ নভেম্বর রাগীব আলীর ভিসার মেয়ার শেষ হয়ে যায়। গতকাল সকালে তিনি করিমগঞ্জ ইমিগ্রেশনে ভিসার মেয়াদ বাড়াতে গেলে অবৈধভাবে ভারতে অবস্থানের দায়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশ তাকে আসাম পুলিশে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষ করে গতকাল বিকালে ভারতীয় কর্তৃপক্ষ তাকে সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশ পুলিশে হস্তান্তর করে। সন্ধ্যায় রাগীব আলীকে সিলেট আদালতে নিয়ে আসা হলে সেখানে গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ ভিড় করেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জামিনের আবেদন জানানো হলে বিচারক উম্মে সরাবন তহুরা নামঞ্জুর করে কারাগারে পাঠান। এর আগে ১২ নভেম্বর ভারত থেকে ফেরার পথে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ রাগীব আলীর ছেলে আবদুল হাইকে গ্রেফতার করে। তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন। এ ছাড়া প্রতারণা, জালিয়াতি ও আত্মসাতের দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন রাগীব আলীর মেয়ে রুজিনা কাদির ও জামাতা আবদুল কাদির।
শিরোনাম
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
ভারতে আটক রাগীব আলী বাংলাদেশের কারাগারে
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর