সাংবাদিক নাজমুল হুদাকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার জোর দাবি জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার। গতকাল এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি। এদিকে দুই দিনের রিমান্ড শেষেও জামিন দেওয়া হয়নি নাজমুলকে। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবদুল আওয়াল তাকে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত ২ জানুয়ারি শুনানির দিন ধার্য করে। রিপোর্টার্স উইদাউট বর্ডার বিবৃতিতে বলেছে, আশুলিয়ার শ্রমিকদের কর্মবিরতি কর্মসূচির সংবাদ প্রকাশের কারণে ২৩ ডিসেম্বর রাতে নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়। দ্রুত তার মুক্তি দাবি করা হচ্ছে। এর আগে ২৭ ডিসেম্বর পুলিশ দুই দিনের রিমান্ডে নেয় বাংলাদেশ প্রতিদিনের সাভারের এই প্রতিনিধিকে। রিমান্ড শেষে গতকাল ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আবার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শুনানির দিন ধার্য করে নাজমুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মহানগর হাকিম ফাইরুজ তাসনীম। নাজমুলের আইনজীবীরা অভিযোগ করে জানান, আদালত রিমান্ডে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল। কিন্তু পুলিশ তা না করে প্রথম দিন থেকে মারধরসহ নানাভাবে নির্যাতন করেছে তাকে। যে কারণে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। রিমান্ডে নিয়ে এ ধরনের নির্যাতন আইনের লঙ্ঘন। সংবাদ প্রকাশের মাধ্যমে আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে নাজমুল হুদার বিরুদ্ধে। ২৩ ডিসেম্বর গভীর রাতে আশুলিয়া থানায় মামলা করার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার করা হয় তাকে। পুলিশের এ ধরনের আচরণে ওই দিনই বিস্ময় প্রকাশ করেন গণমাধ্যমসংশ্লিষ্টরা। তথ্যপ্রযুক্তি আইনের বহুল বিতর্কিত ৫৭ ধারায় আশুলিয়া থানা পুলিশের এসআই শাহাদাৎ হোসেন তার বিরুদ্ধে এ মামলা করেন। পরে পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান দুই দিন মঞ্জুর করেন। শুনানিতে অংশ নিয়ে সিনিয়র আইনজীবীরা ‘হয়রানিমূলক, সাজানো ও ব্যক্তি-গোষ্ঠী স্বার্থ চরিতার্থে’ মামলাটি করা হয়েছে বলে উল্লেখ করেছেন।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত