রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনার সূর্যভিলা নামের বাড়িতে জঙ্গি আস্তানা থেকে পুলিশের হাতে গ্রেফতার দুই নারীর রিমান্ড আবারও মঞ্জুর করেছে আদালত। গতকাল প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে জেবুন্নাহার শিলা ওরফে সুমাইয়া ওরফে মারজুন (৩৪) এবং তৃষা মণি ওরফে উম্মে আয়েশাকে (২২) আদালতে হাজির করা হয়। এ সময় তাদেরকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মো. সায়েদুর রহমান। আবেদনের ওপর শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত বিশ্বাস। এর আগে ২৬ ডিসেম্বর তাদের প্রথম দফায় রিমান্ডে নেওয়া হয়। শিলা মিরপুর রূপনগরে পুলিশের অভিযানে নিহত মেজর (অব.) জাহিদুল ইসলামের স্ত্রী। আর তৃষা মাঈনুল ইসলাম মুসার স্ত্রী। মুসা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ড আবেদনে বলা হয় পুলিশ অভিযানের আগেই আসামি মাইনুল ইসলাম ওরফে আবু মুসাসহ অজ্ঞাতনামা তিন-চারজন জঙ্গি পালিয়ে যায়। আসামিদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র, গ্রেনেড ও বিস্ফোরক সম্পর্কে তথ্য উদ্ধার এবং পলাতকদের নাম-ঠিকানা জানার জন্য তাদের আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর পূর্ব আশকোনার ওই বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। অভিযানের সময় জঙ্গি নেতা সুমনের স্ত্রী শাকিরা আত্মঘাতী বোমা ফাটিয়ে নিহত হন। সঙ্গে থাকা তার শিশু সন্তান সামিনা ওরফে আফিয়া (৭) আহত হয়। অন্যদিকে জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদেরী ওরফে আদর (১৪) নিজে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ সেখান থেকে তিনটি সুইসাইডাল ভেস্ট, ১৯টি গ্রেনেড, তিনটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, গ্রেনেড তৈরির সরঞ্জাম, কনটেইনার ও স্প্লিন্টার ছাড়াও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে।
শিরোনাম
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
আশকোনার দুই নারী জঙ্গি ফের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর