রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনার সূর্যভিলা নামের বাড়িতে জঙ্গি আস্তানা থেকে পুলিশের হাতে গ্রেফতার দুই নারীর রিমান্ড আবারও মঞ্জুর করেছে আদালত। গতকাল প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে জেবুন্নাহার শিলা ওরফে সুমাইয়া ওরফে মারজুন (৩৪) এবং তৃষা মণি ওরফে উম্মে আয়েশাকে (২২) আদালতে হাজির করা হয়। এ সময় তাদেরকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মো. সায়েদুর রহমান। আবেদনের ওপর শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত বিশ্বাস। এর আগে ২৬ ডিসেম্বর তাদের প্রথম দফায় রিমান্ডে নেওয়া হয়। শিলা মিরপুর রূপনগরে পুলিশের অভিযানে নিহত মেজর (অব.) জাহিদুল ইসলামের স্ত্রী। আর তৃষা মাঈনুল ইসলাম মুসার স্ত্রী। মুসা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ড আবেদনে বলা হয় পুলিশ অভিযানের আগেই আসামি মাইনুল ইসলাম ওরফে আবু মুসাসহ অজ্ঞাতনামা তিন-চারজন জঙ্গি পালিয়ে যায়। আসামিদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র, গ্রেনেড ও বিস্ফোরক সম্পর্কে তথ্য উদ্ধার এবং পলাতকদের নাম-ঠিকানা জানার জন্য তাদের আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর পূর্ব আশকোনার ওই বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। অভিযানের সময় জঙ্গি নেতা সুমনের স্ত্রী শাকিরা আত্মঘাতী বোমা ফাটিয়ে নিহত হন। সঙ্গে থাকা তার শিশু সন্তান সামিনা ওরফে আফিয়া (৭) আহত হয়। অন্যদিকে জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদেরী ওরফে আদর (১৪) নিজে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ সেখান থেকে তিনটি সুইসাইডাল ভেস্ট, ১৯টি গ্রেনেড, তিনটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, গ্রেনেড তৈরির সরঞ্জাম, কনটেইনার ও স্প্লিন্টার ছাড়াও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি