রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনার সূর্যভিলা নামের বাড়িতে জঙ্গি আস্তানা থেকে পুলিশের হাতে গ্রেফতার দুই নারীর রিমান্ড আবারও মঞ্জুর করেছে আদালত। গতকাল প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে জেবুন্নাহার শিলা ওরফে সুমাইয়া ওরফে মারজুন (৩৪) এবং তৃষা মণি ওরফে উম্মে আয়েশাকে (২২) আদালতে হাজির করা হয়। এ সময় তাদেরকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মো. সায়েদুর রহমান। আবেদনের ওপর শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত বিশ্বাস। এর আগে ২৬ ডিসেম্বর তাদের প্রথম দফায় রিমান্ডে নেওয়া হয়। শিলা মিরপুর রূপনগরে পুলিশের অভিযানে নিহত মেজর (অব.) জাহিদুল ইসলামের স্ত্রী। আর তৃষা মাঈনুল ইসলাম মুসার স্ত্রী। মুসা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ড আবেদনে বলা হয় পুলিশ অভিযানের আগেই আসামি মাইনুল ইসলাম ওরফে আবু মুসাসহ অজ্ঞাতনামা তিন-চারজন জঙ্গি পালিয়ে যায়। আসামিদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র, গ্রেনেড ও বিস্ফোরক সম্পর্কে তথ্য উদ্ধার এবং পলাতকদের নাম-ঠিকানা জানার জন্য তাদের আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর পূর্ব আশকোনার ওই বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। অভিযানের সময় জঙ্গি নেতা সুমনের স্ত্রী শাকিরা আত্মঘাতী বোমা ফাটিয়ে নিহত হন। সঙ্গে থাকা তার শিশু সন্তান সামিনা ওরফে আফিয়া (৭) আহত হয়। অন্যদিকে জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদেরী ওরফে আদর (১৪) নিজে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ সেখান থেকে তিনটি সুইসাইডাল ভেস্ট, ১৯টি গ্রেনেড, তিনটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, গ্রেনেড তৈরির সরঞ্জাম, কনটেইনার ও স্প্লিন্টার ছাড়াও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে।
শিরোনাম
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
আশকোনার দুই নারী জঙ্গি ফের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর