মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাজীব গান্ধী ১৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার আসামি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ওরফে সুবাস ওরফে টাইগার আদিল ওরফে মাস্টারমাইন্ড ওরফে জাহিদকে দুটি পৃথক মামলায় ১৫ দিনের রিমান্ডে নিয়েছে বগুড়ার পুলিশ।

গতকাল বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. কামারুজ্জামান শিবগঞ্জের সন্ত্রাসবিরোধী আইনে সাত দিনের এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক আবদুল আল মামুন শেরপুর থানার মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আদেশের পর পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য জাহাঙ্গীরকে বগুড়া কারাগারে নেয়। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর ভূতমারীরাঘাট গ্রামের মাওলানা ওসমান গনি মণ্ডলের ছেলে। শ্যোন অ্যারেস্ট দেখিয়ে বগুড়ার শিবগঞ্জ ও শেরপুর থানা পুলিশ দুটি মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। আদালত সূত্রে জানা গেছে, শেরপুর থানায় করা মামলায় এসআই জাহাঙ্গীরের আবেদনে ৮ দিন ও শিবগঞ্জের মামলায় এসআই রাজুর আবেদনের পরিপ্রেক্ষিতে সাত দিনের রিমান্ড দিয়েছেন বিচারক। শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানান, পৃথক দুটি মামলায় জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে ১৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর