প্রায় দেড় যুগ আগে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা মামলায় হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ আসামিদের আপিল, জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি এখন শেষ পর্যায়ে। সংশ্লিষ্টদের মতে, মামলাটির কার্যক্রম এ মাসের মধ্যেই শেষ হতে পারে। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের সাজা বহালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবে। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এ মামলার ওপর শুনানি হচ্ছে। আগামী ১৪ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। ওইদিন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের যুক্তিতর্ক উপস্থাপনে অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে আরেকটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের রিভিউ আবেদন আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। গত বছরের ৭ ডিসেম্বর আপিল বিভাগের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে গত ২৩ ফেব্রুয়ারি রিভিউ আবেদন করেন মুফতি হান্নান। রিভিউ আবেদনে দণ্ড বাতিল করে তার খালাস চাওয়া হয়েছে। গত ৮ জানুয়ারি রমনা বটমূলে বোমা হামলার মামলায় আপিলের শুনানি শুরু হয়। শুনানিতে ৬১ জন সাক্ষীর সাক্ষ্য এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানসহ তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রাষ্ট্রপক্ষ আদালতে উপস্থাপন করেছে। এ মামলায় আসামিপক্ষের আইনজীবীরা হলেন মোহাম্মদ আলী, সুজিত চ্যাটার্জি, মো. আজিজুল হক হাওলাদার ও রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এস এম শফিকুল ইসলাম। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ এ বিষয়ে বলেন, রমনা বটমূলে হামলার ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি এক সঙ্গে হচ্ছে। আমরা আসামিদের দণ্ড বহালের পক্ষে হাই কোর্টে আবেদন জানাব। এ মাসের মধ্যেই মামলাটির বিচার কার্যক্রম শেষ হবে বলে আমরা আশা করছি। তিনি বলেন, ইতিমধ্যে এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমেই মামলাটি শেষ হবে। ২০০১ সালের পয়লা বৈশাখে ঢাকার রমনা বটমূলে ছায়ানট আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করা হয়। ওই ঘটনায় আহত হন অনেকে। বোমা হামলা চালিয়ে হত্যার ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির তৎকালীন সার্জেন্ট অমল চন্দ্র চন্দ রমনা থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন। হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ১৪ জঙ্গিকে হত্যা মামলায় আসামি করা হয়। হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিচার শেষে ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায় দেন। রায়ে মুফতি হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন সাজা দেয় আদালত। মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন—আকবর হোসেন, আরিফ হাসান সুমন, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আবদুল হাই ও শফিকুর রহমান। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পান শাহাদাত উল্লাহ জুয়েল, সাব্বির, শেখ ফরিদ, আবদুর রউফ, ইয়াহিয়া ও আবু তাহের। জানা গেছে, পেপারবুকের তথ্য অনুসারে ১৪ আসামির মধ্যে মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামি এখনো পলাতক। তারা হলেন তাজউদ্দিন, জাহাঙ্গীর আলম, আবু বকর, শফিকুর ও আবদুল হাই। আসামিদের ডেথ রেফারেন্সের সঙ্গে সাতজনের করা ছয়টি আপিলের শুনানি হচ্ছে। এর মধ্যে মুফতি হান্নান, আকবর হোসেন, সুমন, শাহদাত উল্লাহ ও আবু তাহের পৃথক আপিল করেছেন। তবে শেখ ফরিদ ও মো. ইয়াহিয়া দুজনে একটি আপিল করেছেন। সঙ্গে রয়েছে মুফতি হান্নান, আকবর হোসেন ও সুমনের জেল আপিল। বিচারিক আদালতে হত্যা মামলায় রায় হলেও বিস্ফোরক আইনে হওয়া মামলাটি এখনো বিচারাধীন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ