আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল মনে করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদের নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন— এমনটাই আশা করি। এর মাধ্যমে ইতিহাস-ঐতিহ্য ও গৌরবের ছাত্র রাজনীতি নিয়ে যে কালিমা লেপন করা হচ্ছে তা মোচন হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ দিয়েছেন। ছাত্র রাজনীতিসহ রাজনীতির দীর্ঘ পথপরিক্রমা পার করে আসা একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে যে নির্দেশনা দিয়েছেন তা প্রশংসার যোগ্য, অভিনন্দন জানাই, স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতি যে নির্দেশ দিয়েছেন আমি মনে করি, এর আলোকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এখন সেই পদক্ষেপ গ্রহণ করবেন এবং বিলম্ব না করে তা দ্রততম সময়ের মধ্যেই করা উচিত। বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ বজায় রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এমন প্রত্যাশা করি এবং এই উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল অধ্যায় নিয়ে যে কালিমা লেপন করা হচ্ছে সেগুলো মুছে ফেলা সম্ভব হবে। সাবেক এই ছাত্রনেতা বলেন, বাংলাদেশের যা কিছু গৌরবের, অহংকারের তার অন্যতম দেশের ছাত্র রাজনীতি। এই ছাত্রদের হাত ধরেই দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। ছাত্র রাজনীতির সেই হারানো গৌরব আবার ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করি। আওয়ামী লীগের সাংস্কৃতিক এই সম্পাদক বলেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বেরিয়ে আসা নেতৃত্ব আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
বাস্তবায়নে ব্যবস্থা নেবে উপাচার্য
—— অসীম কুমার উকিল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর