আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল মনে করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদের নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন— এমনটাই আশা করি। এর মাধ্যমে ইতিহাস-ঐতিহ্য ও গৌরবের ছাত্র রাজনীতি নিয়ে যে কালিমা লেপন করা হচ্ছে তা মোচন হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ দিয়েছেন। ছাত্র রাজনীতিসহ রাজনীতির দীর্ঘ পথপরিক্রমা পার করে আসা একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে যে নির্দেশনা দিয়েছেন তা প্রশংসার যোগ্য, অভিনন্দন জানাই, স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতি যে নির্দেশ দিয়েছেন আমি মনে করি, এর আলোকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এখন সেই পদক্ষেপ গ্রহণ করবেন এবং বিলম্ব না করে তা দ্রততম সময়ের মধ্যেই করা উচিত। বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ বজায় রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এমন প্রত্যাশা করি এবং এই উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল অধ্যায় নিয়ে যে কালিমা লেপন করা হচ্ছে সেগুলো মুছে ফেলা সম্ভব হবে। সাবেক এই ছাত্রনেতা বলেন, বাংলাদেশের যা কিছু গৌরবের, অহংকারের তার অন্যতম দেশের ছাত্র রাজনীতি। এই ছাত্রদের হাত ধরেই দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। ছাত্র রাজনীতির সেই হারানো গৌরব আবার ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করি। আওয়ামী লীগের সাংস্কৃতিক এই সম্পাদক বলেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বেরিয়ে আসা নেতৃত্ব আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর