আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল মনে করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদের নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন— এমনটাই আশা করি। এর মাধ্যমে ইতিহাস-ঐতিহ্য ও গৌরবের ছাত্র রাজনীতি নিয়ে যে কালিমা লেপন করা হচ্ছে তা মোচন হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ দিয়েছেন। ছাত্র রাজনীতিসহ রাজনীতির দীর্ঘ পথপরিক্রমা পার করে আসা একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে যে নির্দেশনা দিয়েছেন তা প্রশংসার যোগ্য, অভিনন্দন জানাই, স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতি যে নির্দেশ দিয়েছেন আমি মনে করি, এর আলোকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এখন সেই পদক্ষেপ গ্রহণ করবেন এবং বিলম্ব না করে তা দ্রততম সময়ের মধ্যেই করা উচিত। বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ বজায় রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এমন প্রত্যাশা করি এবং এই উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল অধ্যায় নিয়ে যে কালিমা লেপন করা হচ্ছে সেগুলো মুছে ফেলা সম্ভব হবে। সাবেক এই ছাত্রনেতা বলেন, বাংলাদেশের যা কিছু গৌরবের, অহংকারের তার অন্যতম দেশের ছাত্র রাজনীতি। এই ছাত্রদের হাত ধরেই দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। ছাত্র রাজনীতির সেই হারানো গৌরব আবার ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করি। আওয়ামী লীগের সাংস্কৃতিক এই সম্পাদক বলেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বেরিয়ে আসা নেতৃত্ব আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
শিরোনাম
- কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান
- বগুড়া পৌরসভার উন্মুক্ত ড্রেন যেন মৃত্যু ফাঁদ
- রাজবাড়ীতে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- টাঙ্গাইল আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন
- অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের
- ‘বাকসু’ বিএম কলেজের, দাবি সাবেক ছাত্র নেতাদের
- শাহবাগে শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড, যে ব্যাখ্যা ডিএমপি'র
- ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে : সালাহউদ্দিন
- কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দের উদ্বোধন
- গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত
- উন্নয়ন ভাবনা নিয়ে ‘তারুণ্যের চোখে ডোমার’ সেমিনার অনুষ্ঠিত
- জি-মেইল হ্যাক করে ব্যাংক হিসাব থেকে ১৭ লাখ টাকা স্থানান্তর, গ্রেপ্তার ২
- মাদারীপুরের ডাসারে সেলুনে বই পড়ার নতুন উদ্যোগ
- বুয়েটের অপূর্বের নেতৃত্বে ‘নিউরাল নিনজাস’ দলের আন্তর্জাতিক সাফল্য
- ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির করলে জনগণই প্রতিরোধ করবে : আইজিপি
- রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার
- যমুনামুখী প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা
- অলিম্পিক ২০২৮-এ ক্রিকেট ফিরলেও ধোঁয়াশায় বাংলাদেশ-পাকিস্তান
- ভোট ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতের উদ্যোগ ইসির
- বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প্রধান বিচারপতি