আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল মনে করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদের নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন— এমনটাই আশা করি। এর মাধ্যমে ইতিহাস-ঐতিহ্য ও গৌরবের ছাত্র রাজনীতি নিয়ে যে কালিমা লেপন করা হচ্ছে তা মোচন হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ দিয়েছেন। ছাত্র রাজনীতিসহ রাজনীতির দীর্ঘ পথপরিক্রমা পার করে আসা একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে যে নির্দেশনা দিয়েছেন তা প্রশংসার যোগ্য, অভিনন্দন জানাই, স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতি যে নির্দেশ দিয়েছেন আমি মনে করি, এর আলোকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এখন সেই পদক্ষেপ গ্রহণ করবেন এবং বিলম্ব না করে তা দ্রততম সময়ের মধ্যেই করা উচিত। বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ বজায় রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এমন প্রত্যাশা করি এবং এই উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল অধ্যায় নিয়ে যে কালিমা লেপন করা হচ্ছে সেগুলো মুছে ফেলা সম্ভব হবে। সাবেক এই ছাত্রনেতা বলেন, বাংলাদেশের যা কিছু গৌরবের, অহংকারের তার অন্যতম দেশের ছাত্র রাজনীতি। এই ছাত্রদের হাত ধরেই দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। ছাত্র রাজনীতির সেই হারানো গৌরব আবার ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করি। আওয়ামী লীগের সাংস্কৃতিক এই সম্পাদক বলেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বেরিয়ে আসা নেতৃত্ব আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
বাস্তবায়নে ব্যবস্থা নেবে উপাচার্য
—— অসীম কুমার উকিল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর