আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল মনে করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদের নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন— এমনটাই আশা করি। এর মাধ্যমে ইতিহাস-ঐতিহ্য ও গৌরবের ছাত্র রাজনীতি নিয়ে যে কালিমা লেপন করা হচ্ছে তা মোচন হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ দিয়েছেন। ছাত্র রাজনীতিসহ রাজনীতির দীর্ঘ পথপরিক্রমা পার করে আসা একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে যে নির্দেশনা দিয়েছেন তা প্রশংসার যোগ্য, অভিনন্দন জানাই, স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতি যে নির্দেশ দিয়েছেন আমি মনে করি, এর আলোকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এখন সেই পদক্ষেপ গ্রহণ করবেন এবং বিলম্ব না করে তা দ্রততম সময়ের মধ্যেই করা উচিত। বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ বজায় রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এমন প্রত্যাশা করি এবং এই উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল অধ্যায় নিয়ে যে কালিমা লেপন করা হচ্ছে সেগুলো মুছে ফেলা সম্ভব হবে। সাবেক এই ছাত্রনেতা বলেন, বাংলাদেশের যা কিছু গৌরবের, অহংকারের তার অন্যতম দেশের ছাত্র রাজনীতি। এই ছাত্রদের হাত ধরেই দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। ছাত্র রাজনীতির সেই হারানো গৌরব আবার ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করি। আওয়ামী লীগের সাংস্কৃতিক এই সম্পাদক বলেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বেরিয়ে আসা নেতৃত্ব আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ