মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দিনাজপুরে পীরসহ দুজনকে গুলি করে হত্যা

পটুয়াখালীতে শ্রমিক খুন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কথিত এক পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার নারী মুরিদকে গলা কেটে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত সাড়ে ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলা গ্রামের ওই পীরের কাদেরীয়া মোহাম্মদিয়া খানকা শরিফে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী (৬৮) দিনাজপুর পৌর বিএনপির সাবেক সভাপতি। তিনি দিনাজপুর বাস মালিক সমিতির সভাপতিও ছিলেন। তিনি বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলা গ্রামের বাসিন্দা মৃত আমিনুল হক চৌধুরীর ছেলে। তিনি দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায় বসবাস করতেন। অপর নিহত নারী মুরিদের নাম রূপালী বেগম (২৩)। সে বোচাগঞ্জের পাবনাপাড়া গ্রামের হোসেন আলীর মেয়ে। রূপালী বেগম তার গৃহপরিচারিকা ছিল বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ফরহাদ হোসেন চৌধুরী নিজেকে দৌলা খানকার পীর বলে দাবি করতেন। দুর্বৃত্তরা আটগাঁও ইউনিয়নের দৌলা গ্রামের কাদেরীয়া মোহাম্মদিয়া খানকা শরিফে প্রবেশ করে ফরহাদ হোসেন চৌধুরী ও রূপালী বেগমকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা জানা যায়নি। বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, গতকাল রাতে স্থানীয়দের কাছ থেকে ওই দুজনকে গুলি করে হত্যার কথা শুনে ঘটনাস্থলে যাই। রাত ৮টা থেকে সাড়ে ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটেছে। কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। এক শ্রমিককে জবাই করেছে দুর্বৃত্তরা : এদিকে পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীর গলাচিপার পানপট্টি এলাকায় ইলিয়াস খান (৩০) নামের এক শ্রমিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনা দেখে ফেলায় পানপট্টি কৃষি ব্যাংকের নৈশপ্রহরী দেলোয়ার হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গতকাল রাত সাড়ে ১০টার দিকে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় ও কৃষি ব্যাংক সংলগ্ন একটি দীঘির পাড়ে এ ঘটনা ঘটে। গলাচিপা থানার ওসি আবদুর রাজ্জাক মোল্লা জানান, নিহত ইলিয়াস খাঁ পানপট্টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত নিজাম উদ্দিন খাঁর পুত্র। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে কে বা কারা ইলিয়াসকে হত্যা করেছে। তবে আহত দোলোয়ার সুস্থ হলে ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর