বীজ নয়, স্বপ্নের সোনা বুনছে তারা। আর এ সাদা সোনা হচ্ছে সুখসাগর পিয়াজের বীজ। পিয়াজের বীজের যে ফুল ধরে তা দেখতে ধুসর সাদা বলেই স্থানীয় কৃষকদের ভাষায় এর নাম সাদা সোনা। গত বছর এ সুখসাগরে বাম্পার ফলন ও একই সঙ্গে আশাপ্রদ দাম কৃষকদের সুখের সাগরে ভাসিয়েছে। তাই এবছরও বুক ভরা আশা নিয়ে কৃষকরা মাঠের পর মাঠ সুখসাগরের বীজ বোনায় ব্যস্ত সময় পার করছেন। সাহেবনগর, রতনপুর, ভবেরপাড়া, পিরোজপুরসহ গোটা মুজিবনগর এলাকা জুড়ে মাঠের পর মাঠ এ সাদা সোনার ছড়াছড়ি। সড়কের দুই পাশের জমিতে এ সাদা সোনা রোপণ ও পরিচর্যার ধুম চোখে পড়ার মতো। কাক ডাকা ভোর থেকে দিনের আলো নিভু নিভু অব্দি কেউ বা জমির পরিচর্যায় আবার কেউবা বীজ বপণে ব্যস্ত থাকছেন। ভবেরপাড়া গ্রামের কৃষক আবেদ আলী জানান, তিনি গত বছর ১০ বিঘা জমিতে সুখসাগর পিয়াজের চাষ করেছিলেন দামও ভালো পেয়েছিলেন। আর এ বছর পিয়াজের বীজ ও সার হাতের কাছে পাওয়ায় ৫০ বিঘা জমিতে চাষ করেছেন। তিনি আরও বলেন, প্রকৃতি অনুকূলে ও বাজার ভালো থাকলে এ বছরও তিনি ৩০-৩৫ লাখ টাকা লাভের মুখ দেখবেন। অপর কৃষক খবির উদ্দিন বলেন, গত ৫ বছর যাবৎ সুখসাগরের চাষ করে আসছি আশানুরূপ লাভ আমাদের এ অঞ্চলের কৃষকদের চোখে নতুন স্বপ্ন ফুটিয়েছে। গত কয়েক বছর আগে আমরা ভারতীয় বীজের উপর নির্ভর করে চাষাবাদ করতাম। বর্তমানে আমরা স্থানীয় কৃষকরাই এ বীজ উৎপাদন করে চাষাবাদ করছি। হাজার হাজার বিঘা জমিতে এখন সুখসাগর বীজের চাষ হচ্ছে। আমাদের এ বীজ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাতে সরবরাহ করছি। মুজিবনগর উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শরিফ উদ্দিন মুঠোফোনে বলেন, এ বছর সুখসাগর পিয়াজের ব্যাপক চাষ হয়েছে, ফলনও আশা করি ভালো হবে।
শিরোনাম
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি