বীজ নয়, স্বপ্নের সোনা বুনছে তারা। আর এ সাদা সোনা হচ্ছে সুখসাগর পিয়াজের বীজ। পিয়াজের বীজের যে ফুল ধরে তা দেখতে ধুসর সাদা বলেই স্থানীয় কৃষকদের ভাষায় এর নাম সাদা সোনা। গত বছর এ সুখসাগরে বাম্পার ফলন ও একই সঙ্গে আশাপ্রদ দাম কৃষকদের সুখের সাগরে ভাসিয়েছে। তাই এবছরও বুক ভরা আশা নিয়ে কৃষকরা মাঠের পর মাঠ সুখসাগরের বীজ বোনায় ব্যস্ত সময় পার করছেন। সাহেবনগর, রতনপুর, ভবেরপাড়া, পিরোজপুরসহ গোটা মুজিবনগর এলাকা জুড়ে মাঠের পর মাঠ এ সাদা সোনার ছড়াছড়ি। সড়কের দুই পাশের জমিতে এ সাদা সোনা রোপণ ও পরিচর্যার ধুম চোখে পড়ার মতো। কাক ডাকা ভোর থেকে দিনের আলো নিভু নিভু অব্দি কেউ বা জমির পরিচর্যায় আবার কেউবা বীজ বপণে ব্যস্ত থাকছেন। ভবেরপাড়া গ্রামের কৃষক আবেদ আলী জানান, তিনি গত বছর ১০ বিঘা জমিতে সুখসাগর পিয়াজের চাষ করেছিলেন দামও ভালো পেয়েছিলেন। আর এ বছর পিয়াজের বীজ ও সার হাতের কাছে পাওয়ায় ৫০ বিঘা জমিতে চাষ করেছেন। তিনি আরও বলেন, প্রকৃতি অনুকূলে ও বাজার ভালো থাকলে এ বছরও তিনি ৩০-৩৫ লাখ টাকা লাভের মুখ দেখবেন। অপর কৃষক খবির উদ্দিন বলেন, গত ৫ বছর যাবৎ সুখসাগরের চাষ করে আসছি আশানুরূপ লাভ আমাদের এ অঞ্চলের কৃষকদের চোখে নতুন স্বপ্ন ফুটিয়েছে। গত কয়েক বছর আগে আমরা ভারতীয় বীজের উপর নির্ভর করে চাষাবাদ করতাম। বর্তমানে আমরা স্থানীয় কৃষকরাই এ বীজ উৎপাদন করে চাষাবাদ করছি। হাজার হাজার বিঘা জমিতে এখন সুখসাগর বীজের চাষ হচ্ছে। আমাদের এ বীজ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাতে সরবরাহ করছি। মুজিবনগর উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শরিফ উদ্দিন মুঠোফোনে বলেন, এ বছর সুখসাগর পিয়াজের ব্যাপক চাষ হয়েছে, ফলনও আশা করি ভালো হবে।
শিরোনাম
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
কৃষি সংবাদ
বীজ নয়, সাদা সোনা
মাহবুবুর হক পোলেন, মেহেরপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর