বীজ নয়, স্বপ্নের সোনা বুনছে তারা। আর এ সাদা সোনা হচ্ছে সুখসাগর পিয়াজের বীজ। পিয়াজের বীজের যে ফুল ধরে তা দেখতে ধুসর সাদা বলেই স্থানীয় কৃষকদের ভাষায় এর নাম সাদা সোনা। গত বছর এ সুখসাগরে বাম্পার ফলন ও একই সঙ্গে আশাপ্রদ দাম কৃষকদের সুখের সাগরে ভাসিয়েছে। তাই এবছরও বুক ভরা আশা নিয়ে কৃষকরা মাঠের পর মাঠ সুখসাগরের বীজ বোনায় ব্যস্ত সময় পার করছেন। সাহেবনগর, রতনপুর, ভবেরপাড়া, পিরোজপুরসহ গোটা মুজিবনগর এলাকা জুড়ে মাঠের পর মাঠ এ সাদা সোনার ছড়াছড়ি। সড়কের দুই পাশের জমিতে এ সাদা সোনা রোপণ ও পরিচর্যার ধুম চোখে পড়ার মতো। কাক ডাকা ভোর থেকে দিনের আলো নিভু নিভু অব্দি কেউ বা জমির পরিচর্যায় আবার কেউবা বীজ বপণে ব্যস্ত থাকছেন। ভবেরপাড়া গ্রামের কৃষক আবেদ আলী জানান, তিনি গত বছর ১০ বিঘা জমিতে সুখসাগর পিয়াজের চাষ করেছিলেন দামও ভালো পেয়েছিলেন। আর এ বছর পিয়াজের বীজ ও সার হাতের কাছে পাওয়ায় ৫০ বিঘা জমিতে চাষ করেছেন। তিনি আরও বলেন, প্রকৃতি অনুকূলে ও বাজার ভালো থাকলে এ বছরও তিনি ৩০-৩৫ লাখ টাকা লাভের মুখ দেখবেন। অপর কৃষক খবির উদ্দিন বলেন, গত ৫ বছর যাবৎ সুখসাগরের চাষ করে আসছি আশানুরূপ লাভ আমাদের এ অঞ্চলের কৃষকদের চোখে নতুন স্বপ্ন ফুটিয়েছে। গত কয়েক বছর আগে আমরা ভারতীয় বীজের উপর নির্ভর করে চাষাবাদ করতাম। বর্তমানে আমরা স্থানীয় কৃষকরাই এ বীজ উৎপাদন করে চাষাবাদ করছি। হাজার হাজার বিঘা জমিতে এখন সুখসাগর বীজের চাষ হচ্ছে। আমাদের এ বীজ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাতে সরবরাহ করছি। মুজিবনগর উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শরিফ উদ্দিন মুঠোফোনে বলেন, এ বছর সুখসাগর পিয়াজের ব্যাপক চাষ হয়েছে, ফলনও আশা করি ভালো হবে।
শিরোনাম
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান