শিরোনাম
বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাজ্যে বাংলাদেশিসহ ১৮ জন শিশু যৌন নিপীড়কের সাজা

প্রতিদিন ডেস্ক

যুক্তরাজ্যের একটি আদালত বাংলাদেশিসহ শিশু যৌন নিপীড়ক চক্রের ১৮ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে। গতকাল নিউ ক্যাসলের একটি আদালত এই রায় দেয়। সূত্র : ইন্টারনেট। মোট ১৭ জন পুরুষ ও ১ জন নারীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা হলেন আইসা মৌসাবি, মোহাম্মদ আলী, নাসির উদ্দিন, মঞ্জুর চৌধুরী, তাহেরুল আলম, হাবিবুর রহমান, বদরুল হাসেন, কারোলান গ্যালন, সাইফুল ইসলাম, আবদুল হামিদ মনি, প্রভাত নেল্লি, আবদুল সাবে, জাহাঙ্গীর জামান, নাদিম আসলাম, মোহাম্মদ আজরাম, ইয়াসার হোসেন, রেদওয়ান সিদ্দিকী ও মহিবুর রহমান। যৌন নিপীড়ক চক্রের সদস্যরা মূলত বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইরাক, ইরান ও তুরস্ক বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। উত্তর-পূর্ব ইংল্যান্ডের নিউ ক্যাসলে ১৪ বছরের এক কিশোরীকে মাদক সেবন করিয়ে নিপীড়নের অভিযোগে আদালত তাদের দোষী সাব্যস্ত করেছে। আদালত এই যৌন নিপীড়ক চক্রের বিরুদ্ধে প্রায় ১০০ ধরনের অপরাধের প্রমাণ পেয়েছে।

এর মধ্যে রয়েছে ধর্ষণ, মানব পাচার, পতিতাবৃত্তিতে বাধ্য করার ষড়যন্ত্র এবং মাদক পাচার। এসব অপরাধের সময়কাল ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত। শিশু যৌন নিপীড়নবিরোধী সংস্থা প্যারেন্টস অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের (পিএসিই) এক মুখপাত্র মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার কথায়, ‘এটি ভালো যে, অপরাধীরা শেষ পর্যন্ত বিচারের আওতায় এসেছে।’

সর্বশেষ খবর