শিরোনাম
বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

জামালপুর সদরে লড়াইটা হবে আওয়ামী লীগ-বিএনপির

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদরে লড়াইটা হবে আওয়ামী লীগ-বিএনপির

জামালপুর-৫ (সদর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা ব্যাপক তত্পরতা শুরু করেছেন। একই সঙ্গে গ্রুপিং, লবিং চলছে দলের প্রভাবশালী মহলে। প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে শহর ও গ্রামের সর্বত্র। জামালপুর-৫ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য রেজাউল করিম হীরা। সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা আগামীতেও নির্বাচন করতে চান। এ ছাড়া এ আসনে আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক শিল্পপতি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের নেতৃত্বে জেলায় উন্নয়নের যে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে, সেই উন্নয়ন তত্পরতাকে তারা এগিয়ে নিচ্ছেন। উভয় প্রার্থী সদর আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরীও প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। এ ছাড়া জেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত পরাজিত চেয়ারম্যান প্রার্থী জাহিদ আনোয়ার, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, রেজাউল করিম রেজনু, সদর আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু ও বর্তমান এমপি রেজাউল করিম হীরার পুত্র সাবেক ছাত্রলীগ নেতা সালেহীন রেজা। এই আসনে বিএনপি থেকে শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র শাহ ওয়ারেছ আলী মামুন। জামালপুর সদর আসনে তৃণমূল পর্যন্ত তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। এ ছাড়া এই আসনে মনোনয়ন চাইবেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক মহিলা এমপি নিলোফার চৌধুরী মণি। দুই বারের নির্বাচিত মেয়র বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন ভোটের রাজনীতিতে যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে এই আসনে তাকে ঠেকাতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

জনপ্রিয়তা রয়েছে বিএনপির সাবেক মহিলা এমপি নিলোফার চৌধুরী মণিরও। জাতীয় পার্টি থেকে এই আসনে প্রার্থী হবেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।

সর্বশেষ খবর