বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

১৮ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল ওবায়দুর রহমান লিঙ্কন (৩৮) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া এলাকার একটি ঝোপ থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, লিঙ্কন শহরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধের অভিযোগে সদর মডেল থানায় ১৮টি মামলা রয়েছে। লিঙ্কন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ পৈরতলা এলাকার গোলাম হোসেনের ছেলে। তিনি বেসরকারি পরিবহন ‘রয়েল কোচ’ সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হিসেবেও কাজ করতেন। এদিকে গতকাল দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গের সামনে নিহতের স্ত্রী নীরা বেগম জানান, ‘সোমবার বিকালে আমার স্বামী লিঙ্কন বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফিরতে দেরি হলে ফোন করে জানান কিছুক্ষণের মধ্যে বাড়ি আসবেন। ভোর ৫টার দিকে জানতে পারি তার গুলিবিদ্ধ লাশ গজারিয়ায় পড়ে আছে।’ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন জানান, সকালে গজারিয়ায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

 পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওসি আরও জানান, নিহতের বুকের বাঁ দিকে গুলির চিহ্ন রয়েছে।

সর্বশেষ খবর