শিরোনাম
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
জোরপূর্বক জমি দখল

রূপগঞ্জে মানববন্ধন এলাকাবাসীর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী, রঘুরামপুর, বাঘবাড়ি এলাকার নিরীহ কৃষকের জমি জবর-দখল করে সাইনবোর্ড লাগানোর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল দুপুরে দাউদ মার্কেট রূপগঞ্জ-কালিগঞ্জ সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।  মানববন্ধনে বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, দাউদপুর ইউপি সদস্য মো. বাবুল মিয়া, আনোয়ার হোসেন, সালাউদ্দিন মেম্বার, লিটন প্রধান, আবদুল হাই, জোসনা বেগম, শুক্কুরী বেগম, হোসনে আরা, নূরজাহান, মাহমুদা বেগম, সামসুন নাহার, নিলুফা বেগম, নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, পূর্বাচল উপ-শহরে প্যালেস সিটি নামে একটি আবাসন কোম্পানি দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী, রঘুরামপুর, বাঘবাড়িসহ বিভিন্ন মৌজায় জমি না কিনে জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছে। এলাকাবাসী ক্ষুুব্ধ হয়ে এ সাইনবোর্ড উঠিয়ে ফেলে দেয়। এরপর থেকে অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্যালেস সিটির পক্ষ নিয়ে আরিফুলের নামে নিরীহ কৃষকদের জমিতে সাইনবোর্ড লাগিয়ে দেয়। বক্তারা ঐক্যবদ্ধ হয়ে এসব রুখে দেওয়ার আহ্বান জানান।

দিঘুলিয়ার টেক এলাকার হয়রানির শিকার হুমায়ন জানান, তার ৩ বিঘা জমিতে জোরপূর্বক সাইনবোর্ড লাগানো হয়। প্রতিবাদ করায় তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। এ ছাড়া নূরজাহান, মাহমুদা, নজরুলসহ শতাধিক কৃষকের জমিতে সাইনবোর্ড লাগানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর