শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

চার ধর্ষণে রিমান্ডে হান্নান দোররার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ঠাকুরগাঁও প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমীর পুর ইউনিয়নে এক পরিবারের চার নারী ধর্ষণের ঘটনায় সর্বশেষ গ্রেফতার হওয়া মো. আবদুল হান্নান প্রকাশ হান্নান মেম্বারকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান এ আদেশ দেন। আবদুল হান্নানকে গত বুধবার রাতে নগরীর কোতোয়ালি থানা প্রাঙ্গণে পুলিশ অফিসার্স কোয়ার্টারে তার ছোট ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করে পিবিআই। তার ছোট ভাই এসআই আবদুল মান্নান বর্তমানে সিএমপির বিশেষ শাখায় কর্মরত। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়েছিলেন। আদালত তিন দিন মঞ্জুর করেছে।  তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বলেন, আমরা তিন দিনের রিমান্ড পেয়েছি। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বড় উঠান ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে এ ঘটনা নতুন মোড় পেয়েছে। প্রশাসন যেভাবে আন্তরিকতার সঙ্গে প্রকৃত রহস্য উদঘাটন করেছে, সেভাবেই যেন নিষ্পত্তি হয়। অভিযুক্তরা যেন সর্বোচ্চ শাস্তি পায়।

এদিকে, ঠাকুরগাঁওয়ে দোররা মারার পর গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। ঠাকুরগাঁওয়ের হরিপুর থানায় গৃহবধূ মৌসুমীর চাচা বাদী হয়ে গতকাল এ  মামলা করেন।

সর্বশেষ খবর