প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাতের আঁধারে আপন দুই বোনকে কুপিয়ে জখম করেছে এক বখাটে কিশোর। এ ঘটনায় অভিযুক্ত বখাটে আলাউদ্দিনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ফরিদপুর-রাজবাড়ী সীমান্তের বালিয়াকান্দির খামার মাগুরা গ্রামে। মঙ্গলবার রাতে আহত দুই বোনকে প্রথমে মধুখালী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত স্কুল ছাত্রীর পিতা রহমান মৃধা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে খামার মাগুড়া গ্রামের মোক্তার সরদারের ছেলে আলাউদ্দিন সরদার ধারালো অস্ত্র নিয়ে দুই মেয়ে দশম শ্রেণির ছাত্রী আছিয়া ও নবম শ্রেণির ছাত্রী হাসনাকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। দুই বোনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে আলাউদ্দিন পালিয়ে যায়। পরে আহত দুজনকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতেই তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত অবস্থায় দুজনকে ভর্তি করা হয়েছে। আহতদের ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। দুই ছাত্রীর পিতা আরও জানান, তার বড় মেয়েকে আলাউদ্দিন প্রেমের প্রস্তাব দিয়েছিল। স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই তার মেয়েকে উত্ত্যক্ত করত আলাউদ্দিন। মূলত প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার পর গতকাল সকালে পুলিশ আলাউদ্দিনকে আটক করেছে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম জানান, দুই স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় আলাউদ্দিনকে আটক করা হয়েছে। কী কারণে দুই বোনকে কোপানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
শিরোনাম
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
- লালদিয়া টার্মিনালে আসছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ : আশিক মাহমুদ
- ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
- মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা
- জয়ের সেঞ্চুরির সঙ্গে দুই ফিফটিতে টাইগারদের দাপট
- ৫ মামলায় আইভীর জামিন স্থগিত
- গাজা যুদ্ধের ট্রমায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা