গাজীপুর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা জুমার নামাজে অংশ নিয়ে দোয়া চাইলেন। মেয়রদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও পিছিয়ে ছিলেন না। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম গতকাল নগরীর কোনাবাড়ী বাইমাইল কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমার খুতবার পূর্বে মুসল্লিদের কাছে তিনি দোয়া ও সহযোগিতা চেয়ে বলেন, ‘এই শহরকে একটি আধুনিক গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়তে চাই। আপনাদের সবার সহযোগিতায় আগামী ২৬ জুনের নির্বাচনে নৌকার বিজয়ের মাধ্যমে নতুন যুগের সূচনা হবে। এই নগরকে সবার বাসযোগ্য এবং শিল্পবান্ধব হিসেবে গড়ে তুলব।’ বিকালে তিনি ৯নং ওয়ার্ডের কুদ্দুসনগর উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানটির আয়োজন করে গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগ। মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সেলিনা ইউনুসের সভাপতিত্বে ইফতার-পূর্ব আলোচনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, বৃষ্টি হলেই গাজীপুরে জলাবদ্ধতায় দুর্ভোগ, সঙ্গে বাড়ে যানজট। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাই এই সমস্যা সৃষ্টি করেছে। আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম নির্বাচিত হলে এসব সমস্যা দূর হবে।’ তিনি আগামী ২৬ জুন নির্বাচনে জাহাঙ্গীরকে সমর্থন দেওয়ার জন্য উপস্থিত মুসল্লিদের আহ্বান জানান। অন্যদিকে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ ৩৭ এবং ৩৮ নম্বর ওয়ার্ডে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। গাজীপুর-২ আসনের এমপি মো. জাহিদ আহসান রাসেল দুটি ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। এদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার গতকাল নগরীর সালনা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে তিনি কোনাবাড়ী ১০নং ওয়ার্ডের আমবাগ এলাকায় শহীদ ক্যাডেট স্কুল প্রাঙ্গণে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। ইফতার-পূর্ব আলোচনায় তিনি বলেন, ‘আমি সবসময় সামাজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আপনাদের সহযোগিতায় আমৃত্যু সামাজিক অপরাধের বিরুদ্ধে লড়াই করে সমাজটাকে সুন্দর করতে চাই।’ ইফতারে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, জেলা সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শিরোনাম
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
গাজীপুর সিটি নির্বাচন
জুমার নামাজেও চলছে প্রচারণা চাইলেন দোয়া
খায়রুল ইসলাম, গাজীপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
‘সিইও অব দ্য ইয়ার–২০২৫’ পুরস্কারে ভূষিত সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন
২৩ মিনিট আগে | কর্পোরেট কর্নার
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান
৩২ মিনিট আগে | জাতীয়