গাজীপুর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা জুমার নামাজে অংশ নিয়ে দোয়া চাইলেন। মেয়রদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও পিছিয়ে ছিলেন না। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম গতকাল নগরীর কোনাবাড়ী বাইমাইল কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমার খুতবার পূর্বে মুসল্লিদের কাছে তিনি দোয়া ও সহযোগিতা চেয়ে বলেন, ‘এই শহরকে একটি আধুনিক গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়তে চাই। আপনাদের সবার সহযোগিতায় আগামী ২৬ জুনের নির্বাচনে নৌকার বিজয়ের মাধ্যমে নতুন যুগের সূচনা হবে। এই নগরকে সবার বাসযোগ্য এবং শিল্পবান্ধব হিসেবে গড়ে তুলব।’ বিকালে তিনি ৯নং ওয়ার্ডের কুদ্দুসনগর উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানটির আয়োজন করে গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগ। মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সেলিনা ইউনুসের সভাপতিত্বে ইফতার-পূর্ব আলোচনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, বৃষ্টি হলেই গাজীপুরে জলাবদ্ধতায় দুর্ভোগ, সঙ্গে বাড়ে যানজট। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাই এই সমস্যা সৃষ্টি করেছে। আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম নির্বাচিত হলে এসব সমস্যা দূর হবে।’ তিনি আগামী ২৬ জুন নির্বাচনে জাহাঙ্গীরকে সমর্থন দেওয়ার জন্য উপস্থিত মুসল্লিদের আহ্বান জানান। অন্যদিকে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ ৩৭ এবং ৩৮ নম্বর ওয়ার্ডে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। গাজীপুর-২ আসনের এমপি মো. জাহিদ আহসান রাসেল দুটি ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। এদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার গতকাল নগরীর সালনা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে তিনি কোনাবাড়ী ১০নং ওয়ার্ডের আমবাগ এলাকায় শহীদ ক্যাডেট স্কুল প্রাঙ্গণে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। ইফতার-পূর্ব আলোচনায় তিনি বলেন, ‘আমি সবসময় সামাজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আপনাদের সহযোগিতায় আমৃত্যু সামাজিক অপরাধের বিরুদ্ধে লড়াই করে সমাজটাকে সুন্দর করতে চাই।’ ইফতারে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, জেলা সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শিরোনাম
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০