সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
শেখ হাসিনা-এরশাদ বৈঠক

নির্বাচনকালীন সরকারে থাকতে চায় জাপা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হঠাৎই দেখা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল সংসদ অধিবেশনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জাপা চেয়ারম্যান নির্বাচনকালীন সরকারে থাকার আগ্রহ প্রকাশ করেন। এ সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, জিয়াউদ্দিন বাবলু  উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন ও নির্বাচনী আসন এবং জোট নিয়ে আলোচনা হয়েছে।

পরবর্তী সরকারে জাতীয় পার্টির অবস্থান কী হবে সে বিষয়েও আলোচনা হয় বলে বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে জাসদ একাংশের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদলেরও বৈঠক হয়েছে। এ বৈঠকে নির্বাচনকালীন সরকারসহ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর