বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি মিছিল করেছেন। গতকাল বেলা ১১টায় কোটা আন্দোলনকারীরা পূর্ব কর্মসূচি অনুযায়ী একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারি চাকরিতে কোটা না রাখার সুপারিশকে স্বাগত জানিয়ে একটি মিছিল বের করেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দুই পক্ষকেই মিছিল করতে দেখা যায়।

এ সময় কোটা আন্দোলনকারীরা তিন দফা দাবি তুলে ধরেন। তারা বলেন, পাঁচ দফা দাবির ভিত্তিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করতে হবে। নেতা-কর্মীদের ওপর হামলার বিচার করতে হবে এবং তাদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে ৯ম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সরকারি চাকরিতে কোটা না রাখার সুপারিশকে স্বাগত জানান ছাত্রলীগের নেতা-কর্মীরা। কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, কোটা বাতিলের সুপারিশ দ্রুত বাস্তবায়নে তালবাহানা করলে ছাত্র সমাজ আবার রাজপথে নেমে আসবে। হাসান আল মামুন বলেন, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির চাকরিতে যে কোটা প্রথা রয়েছে তার যৌক্তিক এবং সহনীয় সংস্কার চাচ্ছি। আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, আমরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরির জন্য আন্দোলন করিনি। আমরা সব শ্রেণির সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কারের জন্য আন্দোলন করেছি।

 কোটা সংস্কার করতে হলে আমাদের পাঁচ দফার আলোকে করতে হবে।

সর্বশেষ খবর