রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মিয়ানমারে রোহিঙ্গা নিধনকে গণহত্যা ঘোষণা কানাডার

প্রতিদিন ডেস্ক

কানাডার সংসদে ২০ সেপ্টেম্বর সর্বসম্মতভাবে গৃহীত এক প্রস্তাবে বলা হয়েছে, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে যে অপরাধ করা হয়েছে তা গণহত্যা। জাতিসংঘের তরফে তথ্যানুসন্ধানী দলটি তাদের প্রতিবেদনে মিয়ানমার সামরিক বাহিনীর রোহিঙ্গা ও অন্য সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের যে বিবরণ দিয়েছে সংসদের প্রস্তাবে তা-ও অনুমোদন করা হয়।

ওয়াশিংটনে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এই গণহত্যা চিহ্নিত করে প্রস্তাব নেওয়ায় সংসদ সদস্যদের প্রশংসা করেন।

জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইতোমধ্যে রোহিঙ্গাদের ওপর চলা বর্বরতার জন্য মিয়ানমারের সেনাপ্রধানসহ শীর্ষ ছয় জেনারেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আহ্বান জানিয়েছে। মিয়ানমারের নেত্রী সু চির নীরবতারও কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘ কর্মকর্তারা।

সর্বশেষ খবর