বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সারা দেশে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের যাবজ্জীবনসহ নেতাদের মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার প্রতিবাদে গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাত্ক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। তবে কোথাও কোথাও পুলিশি হামলায় পণ্ড হয়ে যায় বিক্ষোভ মিছিল।

দলীয় সূত্র জানায়, এ সময় গ্রেফতারও করা হয়েছে শতাধিক নেতা-কর্মীকে। রাজধানীতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা স্লোগান দেয় ‘তারেক রহমানের হুলিয়া, নিতে হবে তুলিয়া’ ‘তারেক রহমানের সাজা মানি না মানব না।’ রাজধানীর পল্টন এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে তাত্ক্ষণিক বিক্ষোভ মিছিল বের হয়। এতে শতাধিক নেতা-কর্মী অংশ নেন। এ সময় ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুন, এজমল হোসেন পাইলট, তারেক উজ জামান তারেক, আলমগীর হাসান সোহান, মামুন বিল্লাহ, নাজমুল হাসান, আবদুল ওয়াহাব প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশারের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করা হয়। পুরান ঢাকায় তাত্ক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লব মিছিলের নেতৃত্ব দেন। মিজানুর রহমান রাজের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল রাজধানীর পান্থপথে অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল আজিম  গোরস্তান রোড এলাকায় অনুষ্ঠিত হয়। মালিবাগে আবুল হোটেলের সামনে ছাত্রদল ঢাকা মহানগর (পূর্ব) সভাপতি খন্দকার এনামুল হক ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মানিকের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। এ ছাড়া ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের তাত্ক্ষণিক বিক্ষোভ মিছিল রাপা প্লাজার সামনে থেকে শুরু হয়ে সংসদ ভবন প্লাজার উল্টো দিকে আড়ংয়ের সামনে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর যুবদল দক্ষিণের উদ্যোগে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনের নেতৃত্বে এবং সেগুনবাগিচা এলাকায় মাসুদ রানার নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে পাঠানো আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর— রাজশাহী : রাজশাহীর মালোপাড়া এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বেষ্টনীর মধ্যে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বরিশাল : বিক্ষোভ মিছিলের চেষ্টা করার সময় বরিশাল মহানগর যুবদলের সভাপতি ও সম্পাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রায় ঘোষণার পর দুপুর দেড়টার দিকে নগরীর বান্দ রোড নদী বন্দর এলাকায় এ বিক্ষোভের চেষ্টা করা হয়। এ ছাড়া এক পর্যায়ে বিএনপির বিভাগীয় সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের রিকশায় উঠিয়ে বাড়ি পাঠিয়ে দেয় পুলিশ। কুমিল্লা : এদিন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর  হাউজিং এস্টেটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। ময়মনসিংহ : তারাকান্দায় এদিন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর : রায়কে প্রত্যাখ্যান করে রংপুর মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলেও পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। বগুড়া : তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে রায় দেওয়ার প্রতিবাদে বগুড়ায় দলীয় কার্যালয়ের সামনে তাত্ক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি। এ ছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠন সুনামগঞ্জ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও নোয়াখালী আদালত চত্বরে বিক্ষোভ করেছে।

সর্বশেষ খবর