রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোটের হাওয়ায় শেয়ারবাজার

আগামী সংসদ নির্বাচনের প্রভাব শেয়ারবাজারে রয়েছে। ২০১০ সালের ভয়াবহ ধসের পর গত আট বছরে শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পারেনি। শেয়ারবাজারে বড় বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারীরা দৃষ্টি রাখছে নির্বাচনের ওপর। সংঘর্ষ এড়িয়ে শান্তিপূর্ণ নির্বাচনে ইতিবাচক প্রভাব পড়বে এমনটিই মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। বাজার বিশ্লেষকরা বলছেন, সবাই এখন পরিস্থিতি পর্যালোচনা করছে। এ জন্য বর্তমানে শেয়ারবাজারে বড় ধরনের ধসের আশঙ্কা নেই। তেমনি উল্লম্ফনের সম্ভাবনাও নেই। নতুন সরকার গঠিত হওয়ার পরেই বাজার চাঙ্গা হতে পারে। সাক্ষাৎকার নিয়েছেন আলী রিয়াজ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর