রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

৩০০ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক

সংসদের ৩০০ আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মনোনয়ন সম্পন্ন করেছে। প্রার্থী যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষে গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়ন সম্পন্ন করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ করতে সকাল থেকেই সারা দেশ থেকে দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন তৃণমূল থেকে প্রস্তাবিত ও প্রাক-প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা। সকাল ৯টা থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও তার অনেক আগেই ৩০০ আসনে হাতপাখা প্রতীকে মনোনয়নপ্রত্যাশীদের সরব উপস্থিতিতে দলীয় কার্যালয় কানায়-কানায় ভরে ওঠে। বেলা ১১টার মধ্যেই কার্যালয়ের পার্শ্ববর্তী রাস্তা হাউসবিল্ডিং চত্বর কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিশাল মিছিল নিয়ে শোডাউন করে ঢাকা-৭ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন আলহাজ আবদুর রহমান। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভাগওয়ারি প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ের জন্য গঠিত ডেস্ক দিনব্যাপী সব প্রক্রিয়ার আঞ্জাম দেয়।

সর্বশেষ খবর