সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সুনামগঞ্জে মহাজোটের প্রার্থী পীর মিসবাহ

স্বতন্ত্র মতিউরকে প্রত্যাহারের তাগিদ

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে মহাজোটের চূড়ান্ত প্রার্থী হয়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ। দলীয় মনোনয়নের চিঠি না পেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে দলীয় হাইকমান্ড।

দলীয় সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মতিউর রহমানকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দিয়ে মহাজোট মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান মিসবার পক্ষে নেতা-কর্মীদের নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির মহাসচিব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সুনামগঞ্জ সদর আসনে পীর মিসবাহই মহাজোটের প্রার্থী। এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। গতকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে দেওয়ান জয়নুল জাকেরীনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে পীর মিসবাহর সঙ্গে ভোট যুদ্ধে লড়বেন। গত কয়েকদিন জনসংযোগকালে পীর ফজলুর রহমান মিসবাহ তাঁর পক্ষে স্বতঃস্ফূর্ত জোয়ার তৈরি করেছেন। সর্বত্র তার পক্ষে নীরব প্রচারণা চলছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ৯ তারিখের পর মহাজোটগতভাবে নির্বাচনে নামার প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ খবর