বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ক্রীড়া উন্নয়নে থোক বরাদ্দ প্রয়োজন

—শেখ মো. আসলাম

ক্রীড়া উন্নয়নে থোক বরাদ্দ প্রয়োজন

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ মো. আসলাম বলেন, তরুণদের মানসিক এবং শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই খেলোয়াড়দের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য রাষ্ট্রীয় সহযোগিতা প্রয়োজন। ক্রীড়া উন্নয়নে থোক বরাদ্দের প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দেশের প্রায় ৪৭ শতাংশ যুব সমাজ। যুব সমাজকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আগামী পাঁচ বছরের জন্য ইশতেহার প্রণয়ন করছে রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে ক্রীড়াঙ্গনকে অবশ্যই আলাদা গুরুত্ব দিয়ে দেখতে হবে। বাজেটে খেলাধুলার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর বিষয়ে তাগিদ দেন সাবেক এই অধিনায়ক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর