রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভয়ভীতিহীন পরিবেশ থাকতে হবে

—ড. আতাউর রহমান


ভয়ভীতিহীন পরিবেশ থাকতে হবে

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, ভোট মানে গণতান্ত্রিক দেশে জনগণের মতামত। তাই মানুষ যেন ভয়ভীতিহীন পরিবেশে ভোট প্রদান করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এ দায়িত্ব নির্বাচন আয়োজনকারী কর্তৃপক্ষ ও রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

তিনি আরও বলেন, ৩০ ডিসেম্বর যেন কোনো সহিংসতা না হয় সে বিষয়ে নজর রাখতে হবে। সহিংসতা হলে নির্বাচন সুষ্ঠু বলে বিবেচিত হবে না। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। ভোটের পরিবেশ বিঘ্নিত হলে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই সহিংসতা যেন না হয় সে বিষয়ে সব রাজনৈতিক দলকেই নজর রাখতে হবে।

সর্বশেষ খবর