রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার অর্থ জোগানদাতা বগুড়ার নন্দীগ্রামের মামুনুর রশিদ রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজা ৫ বছর ধরে নিখোঁজ ছিলেন। তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবারের সদস্যরা। রিপন ৩ বছর আগে শেষবারের মতো তার পরিবারের কাছে মোবাইলে ফোন দিয়েছিল। তার গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। জানা যায়, রিপন নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেখের মারিয়া গ্রামের মৃত নাছির উদ্দিনের দ্বিতীয় ছেলে। মৃত নাছির উদ্দিনের দুই ছেলে দুই মেয়ে রয়েছে। গ্রামের লোকজন মামুন সরদার নামেই তাকে চিনেন। স্থানীয়রা জানান, উপজেলার আঁচলতা মাদ্রাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন মামুন সরদার ওরফে মামুনুর রশিদ। পরে ২০০৯ সালে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ দারুস হাদীস মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিসে পড়াশোনা শেষে বগুড়ার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে অফিস অ্যাপ্লিকেশন কোর্স করে ওই প্রতিষ্ঠানেই চাকরি নেন। তার মা হাসনা হেনা বেগম জানান, ছোট থেকেই মামুন বাইরে থাকত। ৮ বছর আগে মামুনের বাবা মারা যান। লেখাপড়া শেষ করে বগুড়ায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি করেন বলে তিনি বাড়িতে জানান। বাড়িতে বেশি আসত না। ৫ বছর আগে বাড়ি থেকে হারিয়ে যায়। তার কোনো সন্ধানও পাইনি। এর মধ্যে তিন বছর আগে ফোন করে বাড়ির সবার খবর নেয় এবং সে ভালো আছে বলে ফোন কেটে দেয়। সোমবার গ্রামের লোকজনের মুখে জানতে পারেন গ্রেফতার হওয়ার সংবাদ। বড় ভাই মাসুদ সরদার বলেন, মামুন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে চাকরির সময় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোবরগাড়ীতে বিয়ে করেছে বলে শুনেছি। ৫ বছর আগে হারিয়ে যায় মামুন। হলি আর্টিজানে হামলার পর পুলিশ বাড়িতে এসে অনেক তথ্য নিয়ে গেছে। তার সঙ্গে পরিবারের কারও কোনো যোগাযোগ নেই। সে গ্রামেও আসেনি আর। নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলার মামলায় একটি ওয়ারেন্ট ও নাটোরের বড়াইগ্রামে হত্যা মামলায় একটি ওয়ারেন্ট রয়েছে রিপনের বিরুদ্ধে। উল্লেখ্য, ১৯ জানুয়ারি রাতে গাজীপুর বোর্ডবাজারে একটি বাস থেকে রিপনকে গ্রেফতার করেছে র্যাব।
শিরোনাম
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে