রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার অর্থ জোগানদাতা বগুড়ার নন্দীগ্রামের মামুনুর রশিদ রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজা ৫ বছর ধরে নিখোঁজ ছিলেন। তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবারের সদস্যরা। রিপন ৩ বছর আগে শেষবারের মতো তার পরিবারের কাছে মোবাইলে ফোন দিয়েছিল। তার গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। জানা যায়, রিপন নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেখের মারিয়া গ্রামের মৃত নাছির উদ্দিনের দ্বিতীয় ছেলে। মৃত নাছির উদ্দিনের দুই ছেলে দুই মেয়ে রয়েছে। গ্রামের লোকজন মামুন সরদার নামেই তাকে চিনেন। স্থানীয়রা জানান, উপজেলার আঁচলতা মাদ্রাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন মামুন সরদার ওরফে মামুনুর রশিদ। পরে ২০০৯ সালে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ দারুস হাদীস মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিসে পড়াশোনা শেষে বগুড়ার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে অফিস অ্যাপ্লিকেশন কোর্স করে ওই প্রতিষ্ঠানেই চাকরি নেন। তার মা হাসনা হেনা বেগম জানান, ছোট থেকেই মামুন বাইরে থাকত। ৮ বছর আগে মামুনের বাবা মারা যান। লেখাপড়া শেষ করে বগুড়ায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি করেন বলে তিনি বাড়িতে জানান। বাড়িতে বেশি আসত না। ৫ বছর আগে বাড়ি থেকে হারিয়ে যায়। তার কোনো সন্ধানও পাইনি। এর মধ্যে তিন বছর আগে ফোন করে বাড়ির সবার খবর নেয় এবং সে ভালো আছে বলে ফোন কেটে দেয়। সোমবার গ্রামের লোকজনের মুখে জানতে পারেন গ্রেফতার হওয়ার সংবাদ। বড় ভাই মাসুদ সরদার বলেন, মামুন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে চাকরির সময় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোবরগাড়ীতে বিয়ে করেছে বলে শুনেছি। ৫ বছর আগে হারিয়ে যায় মামুন। হলি আর্টিজানে হামলার পর পুলিশ বাড়িতে এসে অনেক তথ্য নিয়ে গেছে। তার সঙ্গে পরিবারের কারও কোনো যোগাযোগ নেই। সে গ্রামেও আসেনি আর। নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলার মামলায় একটি ওয়ারেন্ট ও নাটোরের বড়াইগ্রামে হত্যা মামলায় একটি ওয়ারেন্ট রয়েছে রিপনের বিরুদ্ধে। উল্লেখ্য, ১৯ জানুয়ারি রাতে গাজীপুর বোর্ডবাজারে একটি বাস থেকে রিপনকে গ্রেফতার করেছে র্যাব।
শিরোনাম
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
হলি আর্টিজানে হামলা
অর্থ জোগানদাতা রিপন নিখোঁজ ছিলেন ৫ বছর
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর