রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার অর্থ জোগানদাতা বগুড়ার নন্দীগ্রামের মামুনুর রশিদ রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজা ৫ বছর ধরে নিখোঁজ ছিলেন। তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবারের সদস্যরা। রিপন ৩ বছর আগে শেষবারের মতো তার পরিবারের কাছে মোবাইলে ফোন দিয়েছিল। তার গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। জানা যায়, রিপন নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেখের মারিয়া গ্রামের মৃত নাছির উদ্দিনের দ্বিতীয় ছেলে। মৃত নাছির উদ্দিনের দুই ছেলে দুই মেয়ে রয়েছে। গ্রামের লোকজন মামুন সরদার নামেই তাকে চিনেন। স্থানীয়রা জানান, উপজেলার আঁচলতা মাদ্রাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন মামুন সরদার ওরফে মামুনুর রশিদ। পরে ২০০৯ সালে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ দারুস হাদীস মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিসে পড়াশোনা শেষে বগুড়ার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে অফিস অ্যাপ্লিকেশন কোর্স করে ওই প্রতিষ্ঠানেই চাকরি নেন। তার মা হাসনা হেনা বেগম জানান, ছোট থেকেই মামুন বাইরে থাকত। ৮ বছর আগে মামুনের বাবা মারা যান। লেখাপড়া শেষ করে বগুড়ায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি করেন বলে তিনি বাড়িতে জানান। বাড়িতে বেশি আসত না। ৫ বছর আগে বাড়ি থেকে হারিয়ে যায়। তার কোনো সন্ধানও পাইনি। এর মধ্যে তিন বছর আগে ফোন করে বাড়ির সবার খবর নেয় এবং সে ভালো আছে বলে ফোন কেটে দেয়। সোমবার গ্রামের লোকজনের মুখে জানতে পারেন গ্রেফতার হওয়ার সংবাদ। বড় ভাই মাসুদ সরদার বলেন, মামুন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে চাকরির সময় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোবরগাড়ীতে বিয়ে করেছে বলে শুনেছি। ৫ বছর আগে হারিয়ে যায় মামুন। হলি আর্টিজানে হামলার পর পুলিশ বাড়িতে এসে অনেক তথ্য নিয়ে গেছে। তার সঙ্গে পরিবারের কারও কোনো যোগাযোগ নেই। সে গ্রামেও আসেনি আর। নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলার মামলায় একটি ওয়ারেন্ট ও নাটোরের বড়াইগ্রামে হত্যা মামলায় একটি ওয়ারেন্ট রয়েছে রিপনের বিরুদ্ধে। উল্লেখ্য, ১৯ জানুয়ারি রাতে গাজীপুর বোর্ডবাজারে একটি বাস থেকে রিপনকে গ্রেফতার করেছে র্যাব।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
হলি আর্টিজানে হামলা
অর্থ জোগানদাতা রিপন নিখোঁজ ছিলেন ৫ বছর
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর