‘আমি ঠিকঠাক কানাডায় পৌঁছে গেছি। কোনো অসুবিধা হয়নি। চাকরির ব্যবস্থাও হয়ে যাচ্ছে। এখন ওদের টাকাটা দিয়ে দাও।’ টেলিফোনে ছেলে হাবিবুর রহমান আকন্দ রাসেলের এমন সুখবর শুনে তার মায়ের যেন খুশির শেষ নেই। ছেলের সঙ্গে কথা বলে তার মা বলেছিলেন, আচ্ছা বাবা। খুব খুশি হয়েছি। তোর খবর না পেয়ে এ কদিন দুশ্চিন্তায় ছিলাম। আচ্ছা বাবা ওদের টাকা দিয়ে দিব। কোনো সমস্যা নেই। অনেক দিন পর এমন সুখবর পেলাম। ভালো থাকিস বাবা। জমি বিক্রির টাকাটা কাল হাতে পাব। তখন ওরা বাড়িতে আসলেই দিয়ে দিব। ফোনে মা আর ছেলের কথা শেষ হয়। পরদিন বিদেশ পাঠানোর লোকজন রাসেলদের নরসিংদীর বাড়িতে যেয়ে বাকি ১২ লাখ টাকা গ্রহণ করে। আগে নিয়েছিল আট লাখ। মোট ২০ লাখ টাকার চুক্তি ছিল তাদের মধ্যে। রাসেল শুধু নয়, একই গ্রুপে আরও ১০ জন গিয়েছে স্বপ্নের কানাডায়। রাসেলদের পরিবারে চলছে খুশির বন্যা। কারণ অনেকেই তাদের ভয় দেখিয়েছিল। বলেছিল, পাচারকারী চক্রের হাতে পড়েছে মনে হয়। যে কারণে যোগাযোগ করছে না। কিন্তু ছেলের কণ্ঠে কথা শুনে সেসব আশঙ্কা সব এখন দূরে। কিন্তু মায়ের সেই হাসি আর বেশিদিন থাকেনি। কদিন পরই মা তার ছেলের দুসংবাদ শুনতে পান। জানতে পারেন, তার ছেলে প্রকৃত অর্থেই ভয়ঙ্কর চক্রের হাতে পড়েছে। ছেলে তার কানাডায় নয়, ভারতের দিল্লিতে রয়েছে। চক্রের সদস্যরা তাকে পিটিয়ে রক্তাক্ত করে দিল্লির রাস্তায় ফেলে রাখে। পরে তাকে উদ্ধারের পর বাংলাদেশ দূতাবাস দায়িত্ব নেয়। এর কিছুদিন পরেই তাকে পাঠানো হয় দেশে। এ ঘটনায় এলিট ফোর্স র্যাব পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। রাসেল ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে জানা যায় তাদের সেই ভয়ঙ্কর কাহিনী। রাসেলের সঙ্গে পরিচয় ছিল সাইদুল বাশার জাবের নামের এক ব্যক্তির। যিনি আদম ব্যবসার সঙ্গে জড়িত। রাসেলকে সে কানাডায় উচ্চতর বেতনে চাকরি এবং উন্নত জীবনের প্রলোভন দেখায়। তাকে ১৮ লাখ টাকা দিলে সে ভিসা প্রক্রিয়াকরণসহ কানাডা ইমিগ্রেশনের যাবতীয় বন্দোবস্ত করার কথা বলে বনানীর ‘গ্লোবাল এক্সপ্রেস’ অফিসে নিয়ে যায়। সেখানে রাসেলকে তামান্না ফারহানার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। প্রাথমিকভাবে পাসপোর্ট ও ১ লাখ টাকা দিলে ভারতের ভিসার ব্যবস্থা করে তাকে সেখানে নিয়ে যাবে এবং ভারতে যাওয়ার ১০ দিনের মধ্যে দিল্লি থেকে ভিসা প্রসেস করে কানাডার ফ্লাইটের টিকিট দেবে বলে জানায়। এ ছাড়া অবশিষ্ট টাকা কানাডা পৌঁছার পর দিতে হবে বলে জানানো হয়। চুক্তি মোতাবেক রাসেল তামান্নাকে নগদ ১ লাখ টাকা প্রদান করে। পরে রাসেলকে ভারতের কলকাতায় পাঠানো হয়। তামান্নার সূত্রে অমিত এবং রাজেশ নামে ২ জন লোক রাসেলকে কানাডায় ফ্লাইট দেওয়ার কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে। এরপর শুরু হয় মারধর, শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি। মারধরের কারণে পরিবারকে ফোন করে রাসেল বলতে বাধ্য হয় ‘আমি কানাডা পৌঁছে গেছি, আমি ভালো আছি, তামান্না এবং জাবেরের সঙ্গে যোগাযোগ করে তাদের বাকি টাকা পরিশোধ করে দাও’। এরপর রাসেলের পরিবার তামান্না ও জাবেরের দেওয়া বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ১১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করে। মুক্তিপণের টাকা বুঝে পাওয়ার পর রাসেলকে হাত-পা বেঁধে দিল্লির কাছে অজ্ঞাত স্থানে ফেলে যায় অপহরণকারীরা। পরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় রাসেলকে বাংলাদেশে ফেরত আনা হয়। সংশ্লিষ্টরা বলছে, ভালোভাবে না জেনে কোনো প্রতিষ্ঠানের সঙ্গেই বিদেশ যাওয়ার ব্যাপারে যোগাযোগ করা ঠিক নয়। এতে টাকা-পয়সা ছাড়াও জীবনও হুমকির মধ্যে পড়তে হয়। এ ধরনের চক্র এখন সারা দেশেই ছড়িয়ে রয়েছে। চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা ফাঁদ পাতে। লোকজন যোগাযোগ করলেই তাদের ভারত নিয়ে মুক্তিপণ আদায় করে থাকে।
শিরোনাম
- অজয়ের ফিঙ্গার ড্যান্স নিয়ে মজা করলেন স্ত্রী কাজল
- ‘স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সেজন্য ঐকমত্য কমিশন কাজ করছে’
- সোনারগাঁয়ে বিএনপির প্রচারপত্র বিলি অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল
- ১২০ কোটি টাকার ব্যাগ! জেনে নিন কী ছিল বিশেষত্ব
- জুলুমমুক্ত দেশ গড়তে হবে : ফয়জুল করিম
- চট্টগ্রামে একদিনে ২৩ জনের ডেঙ্গু শনাক্ত
- রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেফতার ২
- “বেতন কম, খরচ বেশি”— রাজনীতি নিয়ে হতাশ কঙ্গনা
- কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি, দায় স্বীকার খালিস্তানি নেতার
- তিন মাস পর জানা গেল আত্মহত্যা নয়, হত্যা
- ‘স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে, সে লক্ষ্যে কাজ করছে ঐকমত্য কমিশন’
- শেরপুরে গ্রেফতার ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদি নজরুল
- ৬২৩টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া : জেলেনস্কি
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি
- শরীরে পোকা, পচে গেছে মস্তিষ্ক— অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য
- গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট ১৪ জুলাই
- পাথর মেরে বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ
- বাগেরহাটে তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা
- তিতাসে গলাকাটা লাশের পরিচয় মিলেছে
- রাজবাড়ীর পদ্মাপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি
মা আমি কানাডায়
মির্জা মেহেদী তমাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর