আবাসন খাতে উচ্চ নিবন্ধন খরচ, সব নাগরিকের জন্য দীর্ঘ মেয়াদি ঋণের ব্যবস্থা না থাকা এবং ব্যাংক ঋণের উচ্চ সুদ এই খাতের বড় প্রতিবন্ধকতা বলে জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাব। সংগঠনটি বলেছে, কয়েক বছর ধরে নীতিনির্ধারণী কিছু সমস্যার কারণে আবাসন খাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটময় অবস্থায় সরকারি চাকরিজীবীদের জন্য ভর্তুকি দিয়ে ৫ শতাংশ সুদে গৃহঋণ চালু হওয়ার পর আবাসন খাত স্থবিরতা থেকে বেরিয়ে আসার আশা দেখছে রিহ্যাব। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (ভিআইপি লাউঞ্জ) ‘রিহ্যাব ফেয়ার-২০১৯’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে রিহ্যাব। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া। উপস্থিত ছিলেন- রিহ্যাবের সহ-সভাপতি মো. আনোয়ারুজ্জামান ও কামাল মাহমুদ, পরিচালক ও মেলা কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী, পরিচালক মোহাম্মদ আলী দীন, তৌহিদা সুলতানা প্রমুখ। সংবাদ সম্মেলনে লিয়াকত আলী ভূইয়া বলেন, এই মেলা রিহ্যাব সদস্য ও ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবে। রাজধানী ঢাকাকে সুপরিকল্পিত নগরায়ণে রূপান্তরের পাশাপাশি নাগরিকদের মৌলিক চাহিদা আবাসন সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রিহ্যাব। তিনি বলেন, উন্নতমানের নাগরিক সুবিধা রাজধানী ঢাকা থেকে জেলা, উপজেলা পর্যন্ত বিস্তৃত হয়েছে। জীবনযাত্রার মান অনেক বেড়েছে। বেড়েছে মানুষের ক্রয়ক্ষমতা। প্রতিটি নাগরিক যাতে ভাড়ার টাকায় অন্তত তাদের একটি ঠিকানা খুঁজে পায় সেদিকে লক্ষ্য রেখে সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছি আমরা। রিহ্যাব জানিয়েছে, আগামীকাল ৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার-২০১৯। এ মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। মেলায় ২০২টি স্টল থাকবে। কো-স্পন্সর হিসেবে আছে ৩০টি প্রতিষ্ঠান। আবাসন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এবার ২০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা দুপুর ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। এ ছাড়া অন্য দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা ঢুকতে পারবেন। মেলায় টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। মেলার তথ্য পাওয়া যাবে www.rehabfair2019.com এই ওয়েবসাইটে।
শিরোনাম
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন