সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সরস্বতী পূজা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

সরস্বতী পূজা উদযাপিত

দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। ধূপ, দীপ জ্বেলে ও প্রতিমা স্থাপন করে পুষ্পাঞ্জলি প্রদানের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীরা সম্পন্ন করেছে পূজার আনুষ্ঠানিকতা।

সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে, সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে দেবী সরস্বতী জগতে আসেন। গতকাল সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল উৎসবের আমেজ। সকালে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় বিশ^বিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে। হলের খেলার মাঠে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে ৬৯টি ম-প স্থাপন করা হয়। অঞ্জলি প্রদান করতে সকাল থেকে ম-পের সামনে ভিড় জমাতে থাকেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা। সকাল ৭টা থেকে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা। সকাল ৯টা থেকে শুরু হয় অঞ্জলি প্রদান। এদিকে সকালে শিক্ষামন্ত্রী দীপু মনিকে সঙ্গে নিয়ে পূজাম-প পরিদর্শন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী, ঢাবি শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক নিজামুল হক ভূইয়া, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সরকার প্রমুখ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সাড়ম্বরে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বুয়েটসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগেও সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। পূজা উপলক্ষে সন্ধ্যায় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর