সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

সঙ্গী পেল নীল গাই

দিনাজপুর প্রতিনিধি

সঙ্গী পেল নীল গাই

সাড়ে চার মাস একা থাকার পর সাথী পেয়েছে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী নীল গাই। এর মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর দীঘি জাতীয় উদ্যানে তাদের সাজানো সংসার শুরু হলো। বাংলাদেশে একমাত্র বন্যপ্রাণী নীল গাই জুটি এখন এই উদ্যানেই রয়েছে।

গত শনিবার ভোরের দিকে নতুন অতিথি নীল গাই যুবরাজকে আনা হয় এ উদ্যানে। একাকিত্ব থাকা নীল গাই ধীরস্থির থাকলেও সাথী পেয়ে দুটোর মাঝেই চঞ্চলতা লক্ষ্য করা গেছে। দিনাজপুর বন বিভাগের কর্মকর্তা ও রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক আবদুস সালাম তুহিন জানান, রামসাগর জাতীয় উদ্যানে শাবক জন্মদানে সক্ষম নারী নীল গাইটি রাখার পর এর বংশ বিস্তারের জন্য সন্ধান করা হচ্ছিল পুরুষ নীল গাইয়ের। এটাও পাওয়া গেল। এবার বিলুপ্তপ্রায় এ বন্যপ্রাণীটির বংশ বিস্তার সম্ভব হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর