সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরিহিত দুই মাদকসেবী পালিয়ে গেছে। হামলায় রক্তাক্ত জখম হয়েছেন শ্যামনগর থানার এএসআই আবদুল হাই। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, জয়াখালী গ্রামে সরস্বতী পূজা উপলক্ষে সামাজিক যাত্রাপালা আয়োজন করা হয়। ওই যাত্রাপালা চলাকালে সেখানে গাঁজা সেবন করছিলেন তারানীপুর গ্রামের সোহাগ ও আবদুল্লাহ। এ সময় পুলিশের এএসআই আবদুল হাই, এএসআই মিজান ও কনস্টেবল শাহজালাল তাদের আটক করেন। পরে রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী সেখানে গিয়ে আটকরা যুবলীগের কর্মী বলে দাবি করে তাদের ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে সোহাগ ও আবদুল্লাহর অন্য সতীর্থরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান সোহাগ ও আবদুল্লাহ। হামলায় মাথা ফেটে রক্তাক্ত জখম হন এএসআই আবদুল হাই। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্যামনগর থানার সেকেন্ড অফিসার এসআই রাজকিশোর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইতিমধ্যে সন্দেহজনক দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তিনি বলেন, পলাতক অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        