দালাল ও প্রতারক চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছেন খুলনার তিন সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। এ অবস্থায় তাদের ভোগান্তি চরমে উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও সদর হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার। এসব সেন্টারের প্রায় ১ হাজার দালাল সক্রিয়। গ্রামাঞ্চল থেকে আসা অসহায় রোগীরা এদের খপ্পরে পড়ে চিকিৎসার নামে সর্বস্বান্ত হচ্ছে। এদিকে সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। সে তুলনায় শয্যা সংকটসহ পর্যাপ্ত জনবল ও চিকিৎসক না থাকায় অতিরিক্ত রোগী সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই সংকটকে কাজে লাগিয়ে ‘হাসপাতালে ভালো সিট’ দেওয়ার কথা বলে রোগীদের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ দালাল চক্র। এছাড়া হাসপাতালের ‘চিকিৎসা সরঞ্জাম নষ্ট, কম খরচে সরকারি হাসপাতালের ভালো চিকিৎসক ও উন্নত মেশিনে পরীক্ষা-নিরীক্ষা’র কথা বলে রোগী ভাগিয়ে নেওয়া হয়। অনেক ক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের কমিশনভিত্তিক চুক্তিও থাকে। ফলে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা প্রতারিত হচ্ছেন। এসব গতকাল খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে দালাল চক্রের ৬ সদস্যকে আটকও করেছে পুলিশ। হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সিদ্দিকুর রহমান (৪২), আলাউদ্দিন আলাল (২৬), আসমা খাতুন (৪৩), রেহেনা খাতুন (৩৫), তাসলীমা বেগম (৪০) ও চম্পা খাতুন (৩২)। এদের কাছ থেকে বিভিন্ন চিকিৎসক এবং ডায়াগনস্টিক সেন্টারের ৭২টি কার্ড উদ্ধার করা হয়েছে। এসব বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত হাসপাতালে দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ জানান, দালাল চক্র হাসপাতালে আসা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তবে এখন তা’ অনেক কমেছে। পাশাপাশি দালাল মুক্ত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিরোনাম
- গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ গঠন জরুরি : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া