শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ফেঞ্চুগঞ্জে দুদকের অভিযান

ব্রিজ নির্মাণে দুর্নীতি ঠিকাদারের জেল

নিজস্ব প্রতিবেদক

পুরনো রড ব্যবহার করে সিলেটের ফেঞ্চুগঞ্জে ব্রিজের সংস্কার কাজ চলছে। এমন অভিযোগ পেয়ে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সংস্থাটির মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে সিলেটের দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তফা বোরহান উদ্দিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দুদক সদস্যরা ঘটনার সত্যতা দেখতে পান। জানতে পারেন, পুরনো লোহার রড ব্যবহার করে ব্রিজটি     নির্মাণ করা হচ্ছে। পরে দুদকের অনুরোধে সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করেন। এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে এক বছরের কারাদ  প্রদান করা হয়। বিষয়টি সিলেটের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলীকেও জানান হয়েছে। এ ছাড়া দুদক টিম সিলেট-ঢাকা মহাসড়কের ওই ব্রিজ সংলগ্ন বিভিন্ন স্থানে বড় বড় গাছ কাটার তথ্য পেয়েছে। জানতে চাইলে দুদক মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী বলেন, এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুর্নীতি প্রমাণ হলে ব্যবস্থা নেবে দুদক।

 

সর্বশেষ খবর