শিরোনাম
সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
অধ্যক্ষের ওপর ময়লা হামলা

ছাত্রলীগ নেতা আদর রিমান্ডে, আইনজীবীকে দেখে নেওয়ার হুমকি

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলামের ওপর ময়লা হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা আল মাহমুদ আদরের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনীষা রায় গতকাল এ রিমান্ড মঞ্জুর করেন। আদর নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এদিকে আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ  সম্পাদকসহ ৬০ জন আইনজীবী আসামির পক্ষে শুনানিতে অংশ নেন। তারা আদরের রিমান্ডের বিরোধিতা করে তার জামিন আবেদন করেন। এ সময় রিমান্ডের পক্ষে ও জামিনের বিরোধিতা করে তাদের রোষানলে পড়েন সরকারপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাহমিনা ইয়াসমিন রতœা। রিমান্ড মঞ্জুর হওয়ায় বিবাদী পক্ষের আইনজীবীরা রতœাকে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

মামলার তদন্তকারী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপ্লব কুমার দত্ত জানান, অধ্যক্ষের ওপর হামলার ঘটনা তদন্তকালে তথ্য-উপাত্ত ও সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে গত বৃহস্পতিবার আল মাহমুদ আদরকে গ্রেফতার করা হয়। এর আগে এ মামলায় গ্রেফতার আসামি মিনহাজ আহম্মেদ ফাহিম ও মোবারক হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আল মাহমুদ আদরের নাম প্রকাশ করেন। যা যাচাই-বাছাই করে আদরকে ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি নরসিংদী সরকারি কলেজে প্রবেশ করে কয়েক যুবক। তারা অধ্যক্ষের কক্ষে ঢুকে তাকে লাঞ্ছনা ও সঙ্গে নিয়ে যাওয়া বালতিভর্তি ময়লা তার শরীরে ঢেলে দেয়। ভাঙচুর করে কক্ষের চেয়ার। এ ঘটনায় ওই দিনই অধ্যক্ষের পক্ষ থেকে সদর থানায় মামলা করা হয়।

সর্বশেষ খবর