সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সাহিদা বেগমের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সোয়া ১০টার দিকে কালীগঞ্জে আলম টাওয়ার বরাবর নদীতে সাহিদার লাশ পাওয়া যায়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনের লাশই উদ্ধার করা হলো। ওই নৌকার আরোহী সাহিদার স্বামী গার্মেন্টকর্মী শাহজালাল মিয়া দুই পা হারিয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল এসব তথ্য নিশ্চিত করেন নৌ-পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে নৌকায় সদরঘাটে আসছিলেন শাহজালাল। শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে তাদের যোগ দেওয়ার কথা ছিল। রাত ১০টার দিকে সদরঘাটের ১৩ নম্বর পন্টুনের কাছে সুরভি-৭ লঞ্চের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পাখার আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। নৌ-পুলিশের টহল দল তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠালেও ছয়জন নিখোঁজ থাকেন। উদ্ধার অভিযানে অংশ নেন নৌ-বাহিনী, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ-পুলিশ। তাদের যৌথ তল্লাশির মাধ্যমে প্রথমে শাহজালালের বোন জামশেদার (২১) লাশ উদ্ধার করা হয়। এরপর সাহিদা-শাহজালালের ছেলে মাহি (৬), তাদের মেয়ে মিম (৮) এবং জামশেদার স্বামী দেলোয়ার (২৮) ও তাদের ছয় মাসের ছেলে জুনায়েদ এবং সর্বশেষ সাহিদার লাশ উদ্ধার করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, ওই নৌকার যাত্রীরা লঞ্চে ওঠার চেষ্টা করছিলেন। তাদের পন্টুন দিয়ে ওঠার কথা থাকলেও লঞ্চ ছেড়ে দেওয়ায় ঝুঁকি নিয়েই লঞ্চের পেছন দিক দিয়ে ওঠার চেষ্টা করেন। কিন্তু লঞ্চ তখন পেছন দিকে যাওয়ায় ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
বুড়িগঙ্গায় নৌকাডুবি
নিখোঁজ সাহিদার লাশও উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর