সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
বুড়িগঙ্গায় নৌকাডুবি

নিখোঁজ সাহিদার লাশও উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সাহিদা বেগমের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সোয়া ১০টার দিকে কালীগঞ্জে আলম টাওয়ার বরাবর নদীতে সাহিদার লাশ পাওয়া যায়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনের লাশই উদ্ধার করা হলো। ওই নৌকার আরোহী সাহিদার স্বামী গার্মেন্টকর্মী শাহজালাল মিয়া দুই পা হারিয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল এসব তথ্য নিশ্চিত করেন নৌ-পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে কেরানীগঞ্জের কালীগঞ্জ             থেকে নৌকায় সদরঘাটে আসছিলেন শাহজালাল। শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে তাদের যোগ দেওয়ার কথা ছিল। রাত ১০টার দিকে সদরঘাটের ১৩ নম্বর পন্টুনের কাছে সুরভি-৭ লঞ্চের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পাখার আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। নৌ-পুলিশের টহল দল তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠালেও ছয়জন নিখোঁজ থাকেন। উদ্ধার অভিযানে অংশ নেন নৌ-বাহিনী, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ-পুলিশ। তাদের যৌথ তল্লাশির মাধ্যমে প্রথমে শাহজালালের বোন জামশেদার (২১) লাশ উদ্ধার করা হয়। এরপর সাহিদা-শাহজালালের ছেলে মাহি (৬), তাদের মেয়ে মিম (৮) এবং জামশেদার স্বামী দেলোয়ার (২৮) ও তাদের ছয় মাসের ছেলে জুনায়েদ এবং সর্বশেষ সাহিদার লাশ উদ্ধার করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, ওই নৌকার যাত্রীরা লঞ্চে ওঠার চেষ্টা করছিলেন। তাদের পন্টুন দিয়ে ওঠার কথা থাকলেও লঞ্চ ছেড়ে দেওয়ায় ঝুঁকি নিয়েই লঞ্চের পেছন দিক দিয়ে ওঠার চেষ্টা করেন। কিন্তু লঞ্চ তখন পেছন দিকে যাওয়ায় ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর