বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

তাপমাত্রা ওঠানামায় ভ্যাপসা গরম

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে কয়েক দিনের ঝড়-বৃষ্টি কাটিয়ে শুরু হয়েছে ভ্যাপসা গরম। হঠাৎ হঠাৎ তাপমাত্রার ওঠানামায় অতিষ্ঠ মানুষ। সকাল থেকে ঘাম ঝরানো তাপদাহের মধ্যে মানুষ কাজে ছুটছেন ঘরের বাইরে। এর প্রভাব পড়ছে ঘরেও। যদিও কিছু কিছু স্থানে এর মধ্যে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, গতকাল রাঙামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের বেশির ভাগ এলাকায়ই তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি ছিল। ঢাকায় সর্বোচ্চ ৩৫ দশমিক আর সর্বনিম্ন ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ খবর