মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা

গেট পাহারায় থাকা সেই মামুন ও রানার স্বীকারোক্তি

নুসরাতকে পুড়িয়ে হত্যা

ফেনী প্রতিনিধি

গেট পাহারায় থাকা সেই মামুন ও রানার স্বীকারোক্তি

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার অভিযোগে গ্রেফতার সহপাঠী ইফতেখার হোসেন রানা ও এমরান হোসেন মামুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে তারা জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল এসপি মো. ইকবাল গণমাধ্যমকে জানান, ছাদে নুসরাতের গায়ে আগুন দেওয়ার সময় আসামি মামুন ও রানা মাদ্রাসার গেট পাহারায় ছিলেন। নুসরাতের গায়ে আগুন দেওয়ার পর তাদের পাহারায় আসামিরা নির্বিঘ্নে পালিয়ে যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টার জবানবন্দিতে আসামিরা ঘটনার দিন তাদের নিজ নিজ দায়িত্বের বিষয় উল্লেখ করেছেন। এর আগে গত ২ মে আসামি ইফতেখার হোসেন রানা ও এমরান হোসেন মামুনকে ৫ দিনের রিমান্ড দেয় আদালত।

সর্বশেষ খবর