বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা
অস্ত্রের ভুয়া লাইসেন্স

৩৯১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

স্বাক্ষর জালিয়াতি করে অস্ত্রের অবৈধ লাইসেন্স প্রদান, গ্রহণ এবং ব্যবহারের অভিযোগে ৩৯১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। দুদক জানায়, রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অবৈধভাবে জাল স্বাক্ষরের মাধ্যমে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে রংপুর জেলা প্রশাসকের প্রশাসনিক কর্মকর্তা অমূল্য চন্দ্র রায় বাদী হয়ে ২০১৭ সালের ১৮ মে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন; যার নম্বর ৫৯।

মামলায় তখন একজনকে আসামি করা হয়। তিনি হলেন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জুডিশিয়াল মুনশিখানার (জেএম শাখা) শামসুল ইসলাম। এরপর তদন্তে আরও ৩৯০ জনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তাই ৩৯১ জনের বিরুদ্ধেই চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। দুদকসূত্র আরও জানান, আসামি শামসুল ইসলাম জেলা প্রশাসক কার্যালয়ের জেএম শাখায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২০১১ সালের ১৭ মে থেকে ২০১৭ সালের ১৬ মে পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর লাইসেন্স শাখার আগ্নেয়াস্ত্রের ভলিউম নিজ হেফাজতে সংরক্ষণ করেন। তিনি এ কাজে নিয়োজিত থেকে অসদুদ্দেশ্যে অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হয়ে ২১টি ভলিউমের ৩৯০টি লাইসেন্সের পুরনো পাতা ছিঁড়ে তথা নতুন পাতা সংযোজন করে প্রতারণা ও জালিয়াতি করে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অন্য অফিস সহকারী অনুকূল চন্দ্রের স্বাক্ষর জাল করে ৩৯০ জনের নামে ভুয়া/জাল লাইসেন্স ইস্যু করেছেন। এমনকি অবৈধ কাজের মাধ্যমে ঘুষ হিসেবে ২০ লাখ ১০০ টাকা অর্জন করে তার ব্যবহৃত আলমারিতে নগদ, সঞ্চয়পত্র ও ব্যাংক এফডিআরের মাধ্যমে দখলে রেখে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন। তদন্তকালে দুদকের তদন্ত কর্মকর্তা ৩৫৭টি লাইসেন্স, ৩৫৪টি অস্ত্র ও ৪ হাজার ৩৮টি কার্তুজ জব্দ করেন। শিগগিরই এ মামলার চার্জশিট সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হবে।

সর্বশেষ খবর