রোজায় মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারগুলোতে প্রতিদিনই ইফতারি নিয়ে থাকে নানা আয়োজন। সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগেও আয়োজন করা হয় ব্যয়বহুল ইফতার মাহফিল। কিন্তু চাকচিক্যের এ ইফতারি কপালে জোটে না নিম্নবিত্ত সীমিত আয়ের শ্রমজীবী অসহায়দের। ইফতারি নিয়ে এ বৈষম্য পীড়া দেয় গালিব, নাদের ও রবিন এ তিন ভাইকে। নিজেদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে টাকা নিয়ে উদ্যোগ নেন রোজায় অসহায়দের জন্য কিছু করার। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে কথা বলতে গিয়ে উৎসাহ পান ব্যাপক। তাদের উৎসাহে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলেন ইভেন্ট। নাম দেন ‘হেল্পিং উইং’। ইভেন্ট খুলতেই পড়ে ব্যাপাক সাড়া। মহতী এ উদ্যোগে এগিয়ে আসেন তাদের বন্ধু-বান্ধব ও সহপাঠীরা। সিদ্ধান্ত নেন রোজায় দুই টাকায় অসহায়দের ইফতার করানোর। গত তিন দিন ধরে সিলেট নগরীর বিভিন্ন ব্যস্ততম এলাকায় বিক্রি হচ্ছে এ দুই টাকার ইফতার। নামমাত্র মূল্যে বাহারি আইটেমের ইফতার পেয়ে হাসি ফুটেছে অসহায় লোকদের মুখে। দুই টাকায় ইফতার কেন? এ প্রসঙ্গে উদ্যোক্তা গালিব চৌধুরী জানান, ‘শ্রমজীবী ও অসহায়রাও তাদের মতো করে আত্মসম্মান নিয়ে সমাজে বাস করছেন। সম্পূর্ণ ফ্রিতে ইফতারি দেওয়া হলে মনে হবে তাদের করুণা করা হচ্ছে। তাদের আত্মসম্মানবোধে আঘাত করা হবে। তাই আমরা সিদ্ধান্ত নেই ফ্রি নয়, দুই টাকা মূল্যে আমরা অসহায়দের কাছে ইফতার বিক্রি করব।’ দুই টাকার বিনিময়ে ‘হেল্পিং উইং’র ইফতারির প্যাকেটে দেওয়া হচ্ছে ভুনা খিচুড়ি, ছোলা ভুনা, পিয়াজু, বেগুনি, আলুর চপ, শাকের বড়া, কাবাব, কাঁচা ছোলা, খেজুর, জিলাপি ও বোতলজাত খাবার পানি। মাত্র দুই টাকায় ১১ আইটেমের এ ইফতারি কিনতে প্রতিদিন দীর্ঘ লাইন পড়ে শ্রমজীবী মানুষের। গত ১৩ মে সিলেট নগরীর চৌহাট্টায় ‘হেল্পিং উইংস’-এর এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ওইদিন চৌহাট্টায় প্রায় এক হাজার লোকের মধ্যে দুই টাকায় ইফতারি বিক্রি করা হয়। গত মঙ্গলবার রিকাবিবাজার ও গতকাল বুধবার সুবিদবাজারে ৫শ প্যাকেট করে আরও একহাজার মানুষকে দুই টাকায় ইফতার খাওয়ার সুযোগ করে দেয় হেল্পিং উইং। রিকাবিবাজারে ইফতার নিতে আসা মধুশহীদ এলাকার সুফিয়া বেগম বলেন, রোজা রেখে সারা দিন কন্সট্রাকশনের শ্রমিকের কাজ করেন। মজুরি হিসেবে তিনি যে টাকা পান তা দিয়ে সংসার চালানোই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। ঘরে বিশেষ কিছু রান্না বা বাজার থেকে ইফতার কিনে খাওয়ারও সামর্থ্য নেই তার। দুই টাকায় ১১ আইটেমের ইফতার পেয়ে তিনি খুব খুশি।’ সংগঠনের আরও দুই উদ্যোক্তা নাদের চৌধুরী ও রবীন চৌধুরী জানান, আগামী চার দিন নগরীর চারটি পয়েন্টে তারা আরও প্রায় আড়াই হাজার প্যাকেট ইফতার দুই টাকা মূল্যে বিক্রি করবেন। দুই টাকা মূল্যে ইফতার বিক্রির এ আয়োজন বেশ প্রশংসিত হয়েছে উল্লেখ করে তারা বলেন, ‘আমরা যেভাবে মানুষের কাছ থেকে সাড়া পেয়েছি, সহযোগিতা পেয়েছি তাতে মনে হচ্ছে সুযোগ পেলে অনেকেই গরিব-অসহায়দের জন্য কাজ করতে চান। রমজানের পরেও অসহায় লোকজনের জন্য আমরা কিছু একটা করতে চাই। এ নিয়ে আমাদের চিন্তা-ভাবনা চলছে।’
শিরোনাম
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু
- পশ্চিম তীর সংযুক্তিকরণ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
- জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ল
দুই টাকার ইফতার সিলেটে
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর