বুধবার, ১২ জুন, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় ঋত্বিক

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ঋত্বিক

উপমহাদেশের বিখ্যাত বাঙালি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের হাত ধরেই সমৃদ্ধি ও সম্মানের দিকে এগিয়ে যায় বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্রের কীর্তিমান ও গুণী এ মানুষটির জীবনের পরতে পরতেই ছড়িয়ে আছে প্রতিভা। স্বীয় প্রতিভার দ্বারা বাংলা চলচ্চিত্রে শৈল্পিকতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নিজের জীবনকেও করেছেন বর্ণাঢ্য। উপমহাদেশের প্রখ্যাত এ চলচ্চিত্রকারের জীবনের নানা ঘটনা নিয়েই নাটকের দল থিয়েটার ৫২ মঞ্চায়ন করেছে ব্যতিক্রমী নাটক ‘ঋত্বিক’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল দলটির চতুর্থ প্রযোজনার নাটক। চলচ্চিত্রের পাশাপাশি নাটক নিয়ে তার বিপ্লবী ভাবনার কথা, সাতচল্লিশের দেশভাগের পটভূমি, দেশভাগের কারণে শরণার্থী জীবনকে বেছে নিতে বাধ্য হওয়া ঋত্বিকের বেদনার আখ্যান ইত্যাদি বিষয় নাটকটিতে তুলে ধরা হয়েছে। মিজানুর রহমান রচিত ও নির্দেশিত ‘ঋত্বিক’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম শাহরিয়ার সিক্ত, জয়ীতা মহলানবীশ, নজরুল ইসলাম সোহাগ, আদিব মজলিস খান, আদ্রিতা রহমান, মোহাম্মদ সৈকত আহম্মেদ রনি, মোহাম্মদ রাসেল খান আয়াশ, আইরিন সিদ্দিকী, মোহাম্মদ ইব্রাহিম তারেক প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর