নওগাঁর মান্দায় মাকে গলা কেটে হত্যার পর অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মায়ের নাম নাসিমা আক্তার সাথী (৪০)। তিনি উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের এমদাদুল হক ম-লের স্ত্রী। সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক ধর্ষক সামিউল ইসলাম সাগরকে (২২) আটক করেছে পুলিশ। সাগর উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকশ্যামরা গ্রামের জান মোহাম্মদের ছেলে। সাথীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এমদাদুল হক জানান, আমি নাটোরের একটি ফার্মে নৈশপ্রহরীর চাকরি করি। বাড়িতে স্ত্রী ও ছোট মেয়ে একসঙ্গে থাকতেন। সোমবার গভীর রাতে মোবাইল ফোনের মাধ্যমে স্ত্রী সাথীর মৃত্যুর সংবাদ জানতে পারি। মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, সাথীর ছোট মেয়ে রীমা আক্তারের সঙ্গে আটক সাগরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে টানাপড়েন শুরু হয়। ঘটনার রাতে রীমাকে হত্যার উদ্দেশ্যে একটি চাকু নিয়ে যায় সাগর। বাড়ির পেছনের দিক দিয়ে ছাদে উঠে অপেক্ষা করতে থাকে। এ সময় সাগর যৌন উত্তেজক পানীয় পান করে। পরে ছাদ থেকে নেমে রীমার ঘরে যায়। এ সময় মা ও মেয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ওসি আরও জানান, সাগর ও রীমা কথা বলার সময় সাথী জেগে ওঠে। তখন সাগর চাকু দিয়ে সাথীর শরীরের একাধিক আঘাত করে। এতে সাথী জ্ঞান হারিয়ে ফেললে জবাই করে হত্যা করে সাগর। পরে অস্ত্রের মুখে জিম্মি করে রীমাকে ধর্ষণ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর এ ধরনের তথ্য দিয়েছে বলে জানিয়েছেন ওসি। সাগর জিজ্ঞাসাবাদে আরও জানায়, অপরাধকর্ম সংঘটিত করে পায়ে হেঁটে বুড়িদহ খেয়াঘাটের বাঁশের সাঁকো দিয়ে নদী পার হওয়ার সময় হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটি নদীতে ফেলে দিয়ে বাড়ি চলে আসে। ওসি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিরোনাম
- কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের
- ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স, বললেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী
- পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিস্টিয়ানো জুনিয়র
- মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
- হবিগঞ্জে আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
- এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত : যাত্রী কল্যাণ সমিতি
- নার্সিং কলেজে শাটডাউন, হাতাহাতিতে আহত ৪
- ‘ভালো মানের চা উৎপাদন হলে দিনাজপুরে অর্থনীতির দ্বার উন্মোচন হবে’
- উখিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- পঞ্চগড়ে সাবেক তিন এমপি-ডিসি-এসপির বিরুদ্ধে হত্যা মামলা
- ইভাঙ্কার দিকে আসতেই এক ব্যক্তিকে সজোরে ধাক্কা দেহরক্ষীর
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- নোয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা
- শীর্ষে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি মুম্বাই-গুজরাট
- জার্মানির চ্যান্সেলর দৌঁড়ে শোচনীয় পরাজয় মেৎসের
- সূচকের সঙ্গে কমেছে ডিএসইর লেনদেন
- কলাপাড়ায় বাল্যবিবাহ বন্ধে শিক্ষার্থীদের র্যালি
- ‘যে কোনো সময় হামলা চালাবে ভারত, পাল্টা প্রতিঘাতে প্রস্তুত পাকিস্তান’
- পঞ্চগড়ে অধ্যক্ষ পদায়নের প্রতিবাদে কলেজ ছাত্রীদের বিক্ষোভ
- নেত্রকোনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
নওগাঁয় মাকে গলা কেটে হত্যার পর অস্ত্রের মুখে মেয়েকে ধর্ষণ
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর